Logo
Logo
×

শেষ পাতা

জুলাই শহিদস্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম শুরু আজ

সপ্তাহে অর্থ সহায়তা পাবে ২০০ পরিবার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সপ্তাহে অর্থ সহায়তা পাবে ২০০ পরিবার

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে ‘জুলাই শহিদস্মৃতি ফাউন্ডেশন’। আজ থেকে এ কার্যক্রম শুরু করবে ফাউন্ডেশনটি। ‘শহিদপরিবারের পাশে বাংলাদেশ’ শিরোনামে প্রতি সপ্তাহে ২০০ পরিবারের মাঝে সহায়তা দেওয়া হবে। শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহিদস্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

তিনি বলেন, কাল (আজ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন মিলনায়তনে ঢাকা বিভাগের শহিদদের পরিবারের কাছে প্রথমে অর্থ তুলে দেওয়া হবে। এদিন ঢাকার সব শহিদপরিবার আসবে না। যাদের অর্থ সহায়তা দেওয়া হবে, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রতি সপ্তাহে পর্যায়ক্রমে অন্যদেরও সহায়তা পৌঁছে দেওয়া হবে। আশা করা যায়, ডিসেম্বরের মধ্যেই সব পরিবারের কাছে সহায়তা পৌঁছে যাবে।

সারজিস বলেন, প্রাথমিকভাবে প্রতি শহিদপরিবার ৫ লাখ এবং আহতরা ১ লাখ টাকা করে পাবেন। সহায়তার ক্ষেত্রে বড় ফান্ডগুলো চেকের মাধ্যমে এবং ছোটগুলো বিকাশে দেওয়া হবে। তবে কারও জরুরি সহযোগিতা প্রয়োজন হলে হেল্পলাইন ১৬০০০-এ যোগাযোগ করলে তিনদিনের মধ্যে সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আন্দোলনে আহতদের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে কাজ করার ইচ্ছা আমাদের রয়েছে। যারা আর কখনো কর্মক্ষেত্রে ফিরতে পারবেন না, তাদের দীর্ঘ সময়জুড়ে কোনো সম্মানি দেওয়া যায় কি না, এটিও বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের তালিকাকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে যেন প্রশ্ন না ওঠে, এজন্য আমরা যাচাই-বাছাই করছি। নয়জনের একটি দল ভেরিফিকেশনের কাজ করছে। ইতোমধ্যে ৮০০-এর অধিক শহিদের তালিকা চূড়ান্ত করা গেছে। ২৪ হাজারের বেশি আহত এবং এক হাজার ৬০০-এর বেশি শহিদের তালিকা রয়েছে। তথ্যগুলো যাচাই করে নভেম্বরের মধ্যেই চূড়ান্ত তালিকা করা হবে। জুলাই শহিদস্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, শহিদদের পরিবারকে বিভিন্ন ভুয়া নম্বর থেকে কল দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের পক্ষ থেকে শুধু ১৬০০০ নম্বরটি থেকে কল দেওয়া হচ্ছে। প্রতিটি টাকার হিসাব যেন দিতে পারি, সেভাবেই কাজ করা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম