জেনেভা ক্যাম্পে বিস্ফোরণে হেরোইন বিক্রেতা নিহত
শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বোমা বিস্ফোরণে একগাল ওরফে রাজ (২৮) নামে এক হেরোইন বিক্রেতা নিহত হয়েছে। শুক্রবার ভোর ৪টায় জেনেভা ক্যাম্পের সেক্টর-৭ এলাকায় এ ঘটনা ঘটে। রাজ জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে বুনিয়া সোহেলের গ্রুপের সদস্য ছিল। এদিন সিলেট থেকে বুনিয়া সোহেলকে গ্রেফতার করেছে র্যাব।
জানা যায়, নিহত রাজ ক্যাম্পের আল ফালাহ মেডিকেলের সামনে বুনিয়া সোহেলের হেরোইন বিক্রি করত। শুক্রবার ভোরে আরেক শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিমের গ্রুপের সদস্যরা ১৯-২০টি বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের ভেতর একগাল নিহত হয়। আহত হয় আরও কয়েকজন।
মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার জানান, জেনেভা ক্যাম্পে বোমা বিস্ফোরণে এক মাদক কারবারি নিহত হয়েছে। তবে কেউ অভিযোগ বা মামলা করতে আসেনি। আমরা অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেব।
এদিকে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি শিহাব করিম গণমাধ্যমকে জানান, সিলেটের কোতোয়ালি থানা এলাকা থেকে যৌথ অভিযানে জেনেভা ক্যাম্পের সন্ত্রাসী বুনিয়া সোহেলকে গ্রেফতার করে র্যাব-২ ও র্যাব-০৯।
জানা গেছে, মোহাম্মদপুর থানায় ৩টি হত্যা মামলা, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ ১৮টি মামলার আসামি এই বুনিয়া সোহেল। বুনিয়া সোহেল জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের আব্দুস সালামের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ক্যাম্পটিতে গ্যাং কালচার চালু করেছেন। বেশ কিছুদিন ধরে ‘চুয়া সেলিম’ ও ‘বুনিয়া সোহেল’ দুই গ্রুপের মধ্যে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলছিল।