সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জি. মোশাররফ কারাগারে
বিভিন্ন স্থানে গ্রেফতার ১২
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় রোববার সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিন রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইঞ্জিনিয়ার মোশাররফকে গ্রেফতারের খবরে চট্টগ্রামের মীরসরাইয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
এদিকে শনিবার রাতে ঢাকা ও নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাসহ ১২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলার আসামি। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সাবেক মন্ত্রী মোশাররফ গ্রেফতার : পুলিশ জানায়, রোববার বেলা ৩টার দিকে ইঞ্জিনিয়ার মোশাররফকে গ্রেফতার করে প্রথমে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাচান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন।
অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক জানান, একাধিক মামলা রয়েছে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন-অর-রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
মীরসরাইয়ে আনন্দ মিছিল : চট্টগ্রাম-১ আসনের সাবেক এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফকে গ্রেফতারে মীরসরাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। এ সময় তারা মোশাররফবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
ছাত্রলীগ, যুবলীগ ও কৃষক লীগের ১২ নেতা গ্রেফতার : গ্রেফতাররা হলেন- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্যবিষয়ক উপসম্পাদক আজহারুল হক ফরাজী, পল্লবীর ২নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ঢাকা মহানগর উত্তরের কৃষক লীগের সহসভাপতি মো. দেলোয়ার হোসেন ও ছাত্রলীগ নেতা মো. আল আমিন।
পুলিশ জানায়, কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও সোহরাওয়ার্দী সরকারি কলেজের শিক্ষার্থী ওমর ফারুক হত্যা মামলায় ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টায় সূত্রাপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের ডিসি মো. তালেবুর রহমান জানান, রাতে মিরপুরের পল্লবী থানা এলাকা থেকে জাকির হোসেনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ৪ আগস্ট বিকালে মিরপুর-১০ নম্বর এলাকায় গুলি করে ইমন হোসেন আকাশ হত্যা মামলার আসামি তিনি।
বাড্ডায় মো. জিল্লুর রহমান শেখ হত্যা মামলায় দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। সন্ধ্যায় থানা এলাকার ডিআইটি প্রজেক্ট ৮নং রোডের নিজ দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। ১৮ জুলাই দুপুর ২টার দিকে বাড্ডা থানার ব্র্যাক ইউনিভার্সিটি সড়কে গুলিতে নিহত হন জিল্লুর রহমান শেখ।
ছাত্র আন্দোলনে মো. শামীম হাওলাদার হত্যা মামলার পলাতক আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. আল আমিনকে মোহাম্মদপুর থানার বছিলা থেকে গ্রেফতার করেছে র্যাব-২। তাকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া নাজিফ ফোয়াদ, মো. সিরাজুল আবেদীন শুভ, মিজানুর রহমান আরসান, ইব্রাহিম শেখ ও তানিজল হককে শনিবার রাতে শাহজাহানপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা খিলগাঁও থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রীসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। গ্রেফতাররা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মি ও সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকার। রোববার রাতে ডিবি তাদের গ্রেফতার করেছে বলে জানিয়েছে ডিএমপির জনসংযোগ বিভাগ।
ফতুল্লায় সন্ত্রাসী শিপুল গ্রেফতার : আজমেরী ওসমানের সহযোগী সন্ত্রাসী রফিকুল ইসলাম শিপলুকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। শনিবার রাতে ফতুল্লার হাজীগঞ্জ ওয়াপদারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার বিকালে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলাম জানান, শিপলুর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দুটি হত্যাসহ নারী নির্যাতন মামলা রয়েছে।