শিবপুরে সড়কে প্রাণ গেল ৬ জনের
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
নরসিংদীর শিবপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। শনিবার দুপুরে ইটাখোলা-মনোহরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে। ফায়রা সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ করেন।
নিহতরা হলেন-নরসিংদী মহিলা কলেজের প্রভাষক ও শিবপুরের বৈলাবো গ্রামের রশিদ ফকিরের ছেলে আবু বক্কর সিদ্দিক, মনোহরদী চকবগাদী গ্রামের ছমির উদ্দিনের মেয়ে মারুফা, শিবপুরের সাতপাড়ার রহিম মোল্লার ছেলে ও অটোরিকশাচালক শাহিন মিয়া, রায়পুরার আনিস মিয়ার ছেলে ফারুক মিয়া, একই উপজেলার দিলু মিয়ার মেয়ে নয়ন তারা ও অজ্ঞাতনামা আরও একজন।
পুলিশ জানায়, শনিবার দুপুরে শিবপুর সিএনবি বাজার থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি ইটাখোলা যাচ্ছিল। পথে উপজেলার চক্রধা ইউনিয়নের পঁচারবাড়ি এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। অটোরিকশাটি দুমড়েমুচড়ে ট্রাকের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।
প্রত্যক্ষদর্শী নাসির উদ্দিন মোল্লা বলেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি আরেকটি অটোরিকশাকে ওভারটেক করছিল। ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি ট্রাকের ভেতরে ঢুকে যায়। পরে আমরা গিয়ে তাদের বের করার চেষ্টা করি। কিন্তু এমনভাবে ট্রাকের ভেতরে গিয়ে আটকা পড়ে, অটোরিকশাটি টেনে বের করতে পারছিলাম না। পরে ফায়ার সার্ভিসের লোকজন অটোরিকশাটি কেটে লাশগুলো বের করেন। নিহত অটোরিকশাচালক শাহিনের আত্মীয় তোফায়েল বলেন, যাত্রী নিয়ে ইটাখোলা আসার পথে দুর্ঘটনায় শাহিন নিহত হয়েছে।
এলাকাবাসী ইউসুফ মোল্লা বলেন, সড়কটি নতুন করে সংস্কার করে দুপাশ বড় করা হয়েছে। কিন্তু সরকটির একাংশে বড় একটি গর্ত রয়েছে। এ গর্তের কারণে এখানে দুর্ঘটনা ঘটে। কিছুদিন আগে এখানে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজকেও অটোরিকশাটি আরেকটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে গর্তে পড়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে-যার কারণে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, লাশগুলো উদ্ধার করা হয়েছে।