Logo
Logo
×

শেষ পাতা

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেফতার

সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামালসহ যুবলীগ, ছাত্রলীগ ও জাতীয় পার্টির নেতা গ্রেফতার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেফতার

রাজধানীতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামে গ্রেফতার করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামালকে।

এছাড়া সিলেটে যুবলীগ, বগুড়ার গাবতলীতে দুই ইউপি সদস্য ও ছাত্রলীগ নেতা, বরিশালের বাবুগঞ্জে জাতীয় পার্টির নেতাকে গ্রেফতার করা হয়েছে। স্টাফ রিপোর্টার, ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খবর-

ঢাকা : বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তবে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।

চট্টগ্রাম : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার সকালে খুলশি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিএমপির কর্মকর্তারা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব চট্টগ্রামে আত্মগোপনে রয়েছেন এমন তথ্যের ভিত্তিতে ডিএমপির গোয়েন্দা পুলিশ অভিযানে আসে। সিএমপির গোয়েন্দা বিভাগ তাদের সহযোগিতা করে। যৌথভাবে গোয়েন্দা পুলিশ সকাল ৮টার দিকে নগরীর খুলশি থানার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, কামালের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোস্তাফা কামাল উদ্দীন। তিনি ২০১৭ সালের ২৫ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পান। ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর তাকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়। ২০২৩ সালের ১২ জানুয়ারি তিনি অবসর গ্রহণ করেন। এরপর ২০২৩ সালের ১৬ জানুয়ারি সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে মোস্তফা কামালকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়।

সিলেট : নগরের বন্দরবাজার এলাকা থেকে বাবর মিয়া নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সহসভাপতি ও উপজেলার তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সদস্য। তিনি দক্ষিণ সুরমার ধরাধরপুরের হাবিবুর রহমান হাবান মিয়ার ছেলে। তাকে নাশকতা ও হামলার অভিযোগে করা মামলার আসামি হিসাবে বৃহস্পতিবার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম বুধবার রাতে বন্দরবাজার থেকে বাবরকে গ্রেফতার করে।

বগুড়া : জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক ও গাবতলী উপজেলা সভাপতি সুরাইয়া জেরিন রনির মামলায় দুই ইউনিয়ন পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা ও এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গাবতলী থানা পুলিশ বুধবার রাতে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার আসামিরা হলেন-গাবতলী সদর ইউনিয়নের সদস্য উপজেলার চকবোচাই গ্রামের আজাহার আলী ফকিরের ছেলে আশরাফ আলী ফকির, বালিয়াদীঘি ইউনিয়নের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কালাইহাটা গ্রামের আফজাল হোসেনের ছেলে আক্তারুজ্জামান দুলু এবং নেপালতলী ইউনিয়নের কদমতলী তাইরপাড়ার আবদুস সামাদের ছেলে ইউনিয়ন ছাত্রলীগ নেতা নিউটন।

গাবতলী থানা পুলিশ জানায়, মহিলা দল নেত্রী সুরাইয়া জেরিন রনি সম্প্রতি তার বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অন্যান্য ধারায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন।

বরিশাল ও বাবুগঞ্জ : বরিশাল নগরীতে বিএনপির অফিস পোড়ানো মামলায় বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বাবুগঞ্জ উপজেলা থেকে বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করে নগর পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ। বিকালে তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। সিদ্দিুকুর রহমান বাবুগঞ্জ উপজেলার ৬ নম্বর মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম