হত্যা মামলায় কারাগারে শমসের মবিন চৌধুরী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। যুবদল নেতা শামীম হত্যা মামলায় শুক্রবার ঢাকার মহানগর হাকিম আফনান সুমী এ আদেশ দেন।
পল্টন মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর বনানীতে শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ডাকা মহাসমাবেশ পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পালটা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুমের উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে অনেক বিএনপির নেতাকর্মী আহত হন। যুবদল নেতা শামীম এ ঘটনায় মারা যান। এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।
সিলেটে তোলপাড় : গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি জানান, শমসের মবিন চৌধুরীকে নিয়ে সিলেট তথা তার নির্বাচনি এলাকা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে তোলপাড় চলছে। গত সংসদ নির্বাচনে এ আসনে তিনি সোনালী আঁশ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়ে এলাকা ছাড়েন। এরপর এলাকাবাসী এমনকি তৃণমূল বিএনপি থেকেও তিনি আড়াল হয়ে গিয়েছিলেন। বৃহস্পতিবার গ্রেফতারের পর তার কারাগারে যাওয়ার খবরে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান থাকাবস্থায় ২০১৫ সালে বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে তিনি সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে তিনি তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন। এরপর আওয়ামী লীগের ‘মদদপুষ্ট’ হয়ে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন।