Logo
Logo
×

শেষ পাতা

সাবেক মন্ত্রী রাজ্জাক ফারুক খান ২ দিনের রিমান্ডে

রাজশাহী মহানগর আ.লীগ সম্পাদক ডাবলুর ৬ দিনের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাবেক মন্ত্রী রাজ্জাক ফারুক খান ২ দিনের রিমান্ডে

ফারুক ও রাজ্জাক

বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামে কর্মী নিহতের মামলায় গ্রেফতার গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ-সদস্য, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান ও ঢাকার নিউমার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকের দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকালে শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই রিমান্ডের আদেশ দেন।

এরআগে ফারুক খানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক নাজমুল হাচান। রাষ্ট্রপক্ষে নবনিযুক্ত ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। ফারুক খানের পক্ষে হেমায়েত উদ্দিন খান (হিরণ) রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

আদালত ফারুক খানকে জিজ্ঞেস করেন তিনি কিছু বলবেন কিনা-উত্তরে তিনি আদালতকে ধন্যবাদ জানিয়ে জামিন দেওয়ার অনুরোধ করেন। পরে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে ড. মো. আব্দুর রাজ্জাকের সাত দিনের রিমান্ড বিষয়ে শুনানি হয়। রাষ্ট্রপক্ষে ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আব্দুর রাজ্জাকের পক্ষে মোস্তাফিজুর রহমান দিপু রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। এরপর আব্দুর রাজ্জাক বলেন, আমার বিরুদ্ধে হত্যার যে অভিযোগ আনা হয়েছে, আমি সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না। এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি আপনার কাছে ন্যায় বিচার চাই। পরে আদালত তার দুদিনের রিমান্ডের আদেশ দেন।

এদিকে সিএমএম আদালতে আওয়ামীপন্থি আইনজীবীদের বিক্ষোভ মিছিলের সময় একজনকে আটক করেছে পুলিশ। আসামিদের এজলাস থেকে নামানোর সময় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ নানা স্লোগান দিতে থাকেন। পরে একজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক খান বলেন, আদালতের প্রাঙ্গণের মিছিল থেকে নাহিদ হোসেন নামে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের এক আত্মীয়কে আটক করা হয়েছে। তবে অন্য বিক্ষোভকারীরা পালিয়ে গেছে।

ছয়দিনের রিমান্ডে রাজশাহী মহানগর আ.লীগ সম্পাদক ডাবলু : রাজশাহী ব্যুরো জানায়, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে এবার ছয়দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক এই রিমান্ড মঞ্জুর করেন। মহানগর বিএনপির কার্যালয়ে হামলার মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই শহরের মালোপাড়ায় মহানগর বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আওয়ামী সরকারের পতনের পর ২৮ আগস্ট নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টু বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন। রাাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, ডাবলু সরকারকে আদালতে তোলা হলে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলার তদন্ত কর্মকর্তা তার সাতদিনের রিমান্ডের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত ছয়দিন রিমান্ড মঞ্জুর করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম