মেট্রোরেলের মিরপুর ১০ স্টেশন আজ চালু হচ্ছে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন আজ চালু হচ্ছে। বন্ধ হওয়ার ২ মাস ২৭ দিন পর মেরামতের পর স্টেশনটি চালু হতে যাচ্ছে। সোমবার উত্তরায় মেট্রোরেল ডিপোতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেট্রোরেলের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
আজ সকাল ১০টায় সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবীর খান মিরপুর-১০ স্টেশন পরিদর্শন করবেন। সেখানে তিনি মেট্রোরেলে ক্ষতিগ্রস্ত দুটি স্টেশনের সংস্কার খরচ এবং অন্যান্য বিষয়ে কথা বলবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন দুটি স্থানীয় বাজার থেকে সংগৃহীত যন্ত্রপাতি দিয়ে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে স্টেশন দুটির স্বাভাবিক কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে। পরবর্তীকালে প্রয়োজনীয় যন্ত্র ও পণ্য সংগ্রহ করে বাকি প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হবে।
সংশ্লিষ্টরা জানান, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলার মধ্যে ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। ওইদিন বিকাল ৫টায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়।
২০ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমটিসিএলের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেছিলেন, ‘ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি মেরামত করে পুনরায় চালু করতে এক বছরের মতো সময় লাগতে পারে। আর ২৭ জুলাই তখনকার সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অবশ্য সাংবাদিকদের বলেছিলেন, মেট্রোরেল কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন ধ্বংসপ্রাপ্ত। অথচ সরকার পরিবর্তনের পর দুই মাসের মাথায় কাজীপাড়া স্টেশন চালু করা হয়। তিন মাসের কম সময়ের মধ্যে মিরপুর-১০ নম্বর স্টেশনও আজ চালু হচ্ছে।