Logo
Logo
×

শেষ পাতা

ডেঙ্গুতে আবারও রেকর্ড ৮ মৃত্যু

হাসপাতালে ভর্তি ১০১৭

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডেঙ্গুতে আবারও রেকর্ড ৮ মৃত্যু

দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত এডিস মশাবাহিত রোগটিতে একদিনে দ্বিতীয়বারের মৃত্যুর রেকর্ড সংখ্যা এটি। এর আগে ২৯ সেপ্টম্বর রোববার ৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৭ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩ হাজার ৯৯ জন। বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত একদিনে মৃত ৮ জনের মধ্যে ৪ জনই মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন এবং খুলনা বিভাগের হাসপাতালে ৩ জন মারা গেছেন। তাদের নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট ১৭৪ জনের মৃত্যু হলো। এর মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের হাসপাতালে ৫০ জনের মৃত্যু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ৯৩ জন, উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২৫ জন এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে। ঢাকার বাইরে বরিশালে ১৭ জন, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ১ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ১০ জন এবং ময়মনসিংহ বিভাগের হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। এ বছর সিলেট বিভাগের কোনো হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৭ জন। তাতে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৯৯ জনে। এর আগে ২৯ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ২২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। যা ছিল এ বছর দৈনিক সর্বোচ্চ ভর্তি রোগীর সংখ্যা।

রোববার নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৯১ জন, ঢাকা বিভাগে ২১৬ জন, ময়মনসিংহে ২৪ জন, চট্টগ্রামে ১৫০ জন, খুলনায় ৯২ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে ৩১ জন, বরিশালে ৭৬ জন এবং সিলেটে ৪ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৪৫০ জন রোগী। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৬৯৯ জন রোগী। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৭৫১ জন। এ বছর ভর্তি রোগীদের মধ্যে ১৪ হাজার ৩৮৯ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৩৬০ জন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম