চকোরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযান
ছুরিকাঘাতে তরুণ সেনা কর্মকর্তা নির্জন নিহত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের চকোরিয়ায় ডাকাতদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩)। সোমবার রাতে চকোরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে অভিযান চালাতে গিয়ে তিনি ডাকাতদের হামলায় মৃত্যু বরণ করেন। মঙ্গলবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এদিকে দায়িত্ব পালনকালে সেনা কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বিএনপি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। আর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কক্সবাজারের চকোরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন নিহত হয়েছেন। এতে বলা হয়, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকোরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকোরিয়া আর্মি ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন ৭-৮ সদস্যের ডাকাত দলের পলায়নরত কয়েকজনকে তাড়া করেন। ডাকাত দলের সদস্যরা এ সময় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক এবং একটি দেশি বন্দুক, ৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া, ডাকাত সন্দেহে আরও তিনজনকে আটক করা হয়েছে।
এদিকে নিহত হয়েছেন তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনকে টাঙ্গাইলে দাফন করা হয়েছে। মঙ্গলবার বাদ আসর টাঙ্গাইলের বোয়ালী মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তার লাশ দাফন করা হয়। জানা গেছে, বোয়ালী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত তানজিম ছারোয়ার নির্জনের জানাজায় ঘাটাইল এরিয়ার ১৯ পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল হুসাইন মোহাম্মদ মাসীহুর রহমান, যমুনা ক্যান্টেনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুনুর রশীদ, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক জনতা অংশ নেন। এর আগে বিকাল সাড়ে ৩টায় নির্জনের লাশ বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টার জেলা সদর হেলিপ্যাডে অবতরণ করে। সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা তার লাশ গ্রহণ করেন। নিহতের পরিবারের কয়েকজন সদস্যও তখন উপস্থিত ছিলেন।
হেলিকপ্টার থেকে লাশ নামিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়িতে তুলে সরাসরি নিয়ে যাওয়া হয় টাঙ্গাইল সদর উপজেলার করের বেতকায় তানজিমের গ্রামে। বাড়িতে লাশ পৌঁছার পর সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। ভাইকে হারিয়ে পাগলপ্রায় একমাত্র বোন সূচি। যারা নির্জনকে এভাবে হত্যা করেছে, তাদের গ্রেফতার করে দৃষ্টন্তমূলক শাস্তির দাবি করেন সবাই।
ঘাটাইল এরিয়ার ১৯ পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল হুসাইন মোহাম্মদ মাসীহুর রহমান বলেন, নিহত তানজিম ছারোয়ার নির্জন খুব সাহসী ছিলেন। তার এ ঘটনায় দেশের আইন অনুসারে জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
নির্জনের মামা আশরাফ আলী খান বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় সেনাবাহিনী থেকে ফোন করে আমাদের জানানো হয়, নির্জন অসুস্থ, আপনারা চট্টগ্রাম আসেন। আমরা রওনা হয়ে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত যাওয়ার পর তারা আবার ফোন করে নির্জনের মৃত্যুর খবর জানান।
মেধাবী এই সেনা কর্মকর্তা টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। পরে পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ২০২২ সালের ৮ জুন আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।
সেনা কর্মকর্তার মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক : কক্সবাজারের চকোরিয়ায় দায়িত্ব পালনকালে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উদ্বেগ জানিয়ে বিএনপির নিন্দা : লেফটেন্যান্ট নির্জন হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিএনপি। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। পাশাপাশি তিনি নিহতের আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আরেক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে।
হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবি জামায়াতের : লেফটেন্যান্ট নির্জনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান। একই সঙ্গে দেশব্যাপী শান্তি-শৃঙ্খলার কাজে নিয়োজিত যৌথবাহিনীকে সহায়তা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।