Logo
Logo
×

শেষ পাতা

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন রোগী ৮৬৬ জন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন রোগী ৮৬৬ জন

দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রোববার সকাল থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৮৬৬ জন নতুন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে।

এছাড়া এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৪ হাজার ৯০০ জন। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকাতেই তিন হাজার ১৬৮ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ১৬৭ জন, বরিশালে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২১ জন, খুলনায় ৮৫ জন, ময়মনসিংহে ৩৬ জন ও রাজশাহী বিভাগে ৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৪ হাজার ৯০০ জন। যাদের মধ্যে ৬২ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৩ শতাংশ নারী। ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মৃত ১৩৩ জনের মধ্যে ৫৩ দশমিক ৪ শতাংশ নারী এবং ৪৬ দশমিক ৬ শতাংশ পুরুষ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম