শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি দিশানায়েকের জয়
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) নেতা ও বামপন্থি রাজনীতিক অনূঢ়া কুমারা দিশানায়েকে। রোববার শ্রীলংকার নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরা, রয়টার্সের।
নির্বাচন কমিশন রোববার বলেছে, দ্বিতীয় দফার ভোট গণনা শেষে দেখা যাচ্ছে মার্কসবাদী নেতা অনূঢ়া কুমারা দিশানায়েককে শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহেকে তিনি উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে হারিয়েছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, শনিবারের নির্বাচনে ৫৫ বছর বয়সি দিশানায়েকে ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন। ভোট গণনায় বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় এবং বর্তমান প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে ১৭ দশমিক ২৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে এখনো আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করেননি। তবে পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি বলেছেন, নির্বাচনে দিশানায়েকে জয়ী হয়েছেন, সেটা স্পষ্ট হয়ে গেছে। দেশের ইতিহাসে প্রথমবার দ্বিতীয় দফায় গড়ানো ভোট গণনায় দিশানায়েকে জয় পেলেন। দ্বীপরাষ্ট্র শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট হিসাবে দিশানায়েকের সোমবার শপথ নেওয়ার কথা রয়েছে। স্বাভাবিক পরিস্থিতিতে শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনে অনূঢ়া কুমারা দিশানায়েকের এই জয়কে রাজনৈতিক ভূমিকম্প বলে অভিহিত করেছে বিবিসি। এবারের নির্বাচনে বামপন্থি রাজনীতিকদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে হাজির করা হয়েছে; তাই তার এ জয় শ্রীলংকানদের জন্য অবাক করার মতো বড় কিছু নয়। দিশানায়েকের জয়ের মধ্য দিয়ে শ্রীলংকা প্রথমবার শক্তিশালী বামপন্থি মতাদর্শের নেতৃত্বাধীন সরকার পাচ্ছে।