শান্তিগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
সাবেক মন্ত্রী এমএ মান্নানের মুক্তি দাবি
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। রোববার বেলা ১১টায় এমএ মান্নানের নিজ গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজ, নিকটস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট ও আব্দুল মজিদ কলেজের শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
এক পর্যায়ে ঘণ্টাখানেক সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় নানা স্লোগান দেন তারা। এ সময় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন পরিবহণ যাত্রীরা। সড়কের দুদিকে অনেক যানবাহন আটকা পড়ে।
সেখানে এমএ মান্নানের মুক্তি চেয়ে বক্তব্য দেন শিক্ষার্থী শাহিনুর মিয়া, হাম্মাদ আযাদ রাহিম, হাবিবুর, দীপ, জামিলসহ আরও অনেকে।
তারা বলেন, ‘অবহেলিত সুনামগঞ্জে উচ্চ শিক্ষার দ্বার উন্মোচনে এমএ মান্নান নানামুখী উন্নয়ন করেছেন। সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট, শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), আজিজুন নেছা ভোকেশনাল ইনস্টিটিউটসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেছেন। তিনি একজন সৎ, সজ্জন রাজনীতিবিদ। এমএ মান্নানকে নিঃশর্ত মুক্তি না দিলে আগামীতে আরও বড় কর্মসূচি দেওয়া হবে। ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের যৌথ হামলায় অসংখ্য শিক্ষার্থী আহত হন। ওই ঘটনায় গুলিবিদ্ধ দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলীর ভাই হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর এমএ মান্নানসহ ৯৯ জনের নাম উল্লেখ করে ২০০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন। সেই মামলায় বৃহস্পতিবার এমএ মান্নানকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।