Logo
Logo
×

শেষ পাতা

কোটা আন্দোলন

পুলিশি হয়রানি বন্ধের দাবি ববি শিক্ষার্থীদের

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পুলিশি হয়রানি বন্ধের দাবি ববি শিক্ষার্থীদের

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হওয়া মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধসহ চার দফা দাবি জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। শনিবার বিকালে ববির গ্রাউন্ড ফ্লোরে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান কোটা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভ।

তিনি বলেন, বন্ধ থাকা হল অবিলম্বে খুলে দিতে হবে। বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় সাধারণ জনগণকে কোনো ধরনের মামলা বা হয়রানি করা যাবে না। শিক্ষার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় আইনশৃঙ্খলা বাহিনী পাঠিয়ে হয়রানি বন্ধ করতে হবে। দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার পাশাপাশি ক্যাম্পাস খোলার পর নিরাপদ এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন-ববি শিক্ষার্থী মাহমুদুল হাসান সজিব, শারমিলা জামান সেঁজুতি, ভূমিকা সরকার, হাবিবুর রহমান রাফি প্রমুখ।

সুজয় শুভ আরও বলেন, আমাদের যৌক্তিক আন্দোলনের কারণে আদালত কোটা সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। পাশাপাশি সরকারের নির্বাহী বিভাগ তা অনুসরণ করে প্রজ্ঞাপন জারি করেছে। এর মধ্যদিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটেছে। তবে ঢাকাসহ সারা দেশের সঙ্গে সমন্বয় করে পরবর্তী কর্মসূচি জানানো হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম