Logo
Logo
×

শেষ পাতা

কোটাবিরোধী বিক্ষোভ

পুলিশের দমন পীড়নে উদ্বিগ্ন অ্যামনেস্টি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পুলিশের দমন পীড়নে উদ্বিগ্ন অ্যামনেস্টি

দেশব্যাপী চলমান বিক্ষোভের অংশ হিসাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর পুলিশের দমনপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে সংস্থার পক্ষ থেকে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর পুলিশের দমনপীড়নে শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হওয়ার সংবাদে উদ্বিগ্ন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীরা দেশব্যাপী বিক্ষোভে অংশ নিচ্ছেন। এ সময় সাধারণ মানুষের চাওয়াপাওয়া তুলে ধরতে শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেওয়া জরুরি।

আন্তর্জাতিক আইনে বাংলাদেশ নিজস্ব সংবিধান অনুসারে শান্তিপূর্ণ সমাবেশ ও স্বাধীন অধিকারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারকে অবশ্যই প্রতিবাদ করার অধিকারকে সম্মান করতে হবে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সুযোগ দিতে হবে এবং অনাবশ্যক ও অতিরিক্ত শক্তির ব্যবহার বন্ধ করতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম