রত্নের লোভে সব খোয়ালেন রত্নেশ্বর গ্রেফতার ১
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মূল্যবান মনিরত্ন ও ডলার ভর্তি লাগেজের লোভে প্রায় ৭৮ লাখ টাকা খুইয়ে নিঃস্ব হয়েছেন বরিশালের বেসরকারি অবসরপ্রাপ্ত চাকরিজীবী রত্নেশ্বর মাঝি (৬৫)। এ ঘটনায় সোহাগ শেখ (২৪) নামে এক ব্যক্তিকে শনিবার রাতে ঢাকার মতিঝিল থেকে গ্রেফতার করেছে বরিশাল নগর পুলিশ। এ সময় বিভিন্ন ব্যাংকের ৮৬টি এটিএম কার্ড, ১৫১টি চেকের পাতা, অ্যানড্রয়েডসহ চারটি মোবাইল ফোন ও ৮টি সিমকার্ড জব্দ করেছে পুলিশ। সোহাগ শরীয়তপুরের নড়িয়ার কেদারপুর ইউনিয়নের পাঁচগাঁওয়ের জব্বার শেখের ছেলে। রোববার দুপুরে নিজস্ব হলরুমে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন উপকমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা।
উপকমিশনার বলেন, ২০২৩ সালের ১৯ নভেম্বর রত্নেশ্বরের মোবাইল নম্বরে চট্টগ্রাম বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন কাস্টমস অফিসার পরিচয়ে খায়রুন নেছা নামের একজন ফোন দেন। তিনি বলেন, ‘এলিজাবেদ এরিস’ নামের একজন একটি লাগেজ পাঠিয়েছেন। যার মধ্যে বিপুল পরিমাণে মনিরত্নসহ ডলার আছে। এরপর লোভে পড়ে ২৩ দিনে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট ও বিকাশ নম্বরে টাকা পাঠান রত্নেশ্বর। কাস্টমস থেকে মূল্যবান জিনিস ছাড়ানোর জন্য পর্যায়ক্রমে বিভিন্ন পরিমাণের টাকা নেওয়া হয়েছে। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই বছর ১৫ ডিসেম্বর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন তিনি। গ্রেফতার সোহাগের বিরুদ্ধে ঢাকার খিলগাঁও থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ চক্রের বাকি সদস্যের গ্রেফতারে কাজ করছে পুলিশ।