
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৫:১১ পিএম
টঙ্গীবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে হত্যা

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান এইচএম সুমন হালদারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা। বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনকেন্দ্রিক দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। রোববার দুপুরে উপজেলার পাঁচগাঁও আলহাজ ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সুমনকে গুলি করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মোল্লা সোয়েব আলী। আটকরা হলেন স্থানীয় কাউসার হালদার, শেখ নুর হালদার ও নুর হোসেন হালদার।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ১০টা থেকে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন চলছিল। নির্বাচনে ৯ ভোট পেয়ে বিজয়ী সভাপতি প্রার্থী দেওয়ান মনিরুজ্জামানের পক্ষে অবস্থান নেয় ইউপি চেয়ারম্যান সুমন। এতে পরাজিত সভাপতিপ্রার্থী মিলেনুর রহমান মিলনের সমর্থক নূর মোহাম্মদ ক্ষিপ্ত হলে দুপুরে বিদ্যালয়ের মাঠে সুমনের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সুমনকে মাঠে ফেলে প্রকাশ্যে বুকে গুলি করে নূর মাঠ থেকে পালিয়ে যায়।
সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।