Logo
Logo
×

শেষ পাতা

বেপরোয়া গতি ও যান চালনায় অদক্ষতা

ঈদের ছুটিতে সড়কে ঝরল ৪১ প্রাণ

রাজধানীতে গাছে প্রাইভেটকারের ধাক্কায় নিহত দুই বন্ধু * ব্রাহ্মণবাড়িয়ায় দুই ভাই, ময়মনসিংহে চাচা-ভাতিজা, দিনাজপুরে মা-ছেলের মৃত্যু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঈদের ছুটিতে সড়কে ঝরল ৪১ প্রাণ

ঈদের ছুটিতে রাজধানীসহ বিশ জেলায় সড়ক দুর্ঘটনায় ৪১ জন প্রাণ হারিয়েছেন। রোববার থেকে বুধবার পর্যন্ত এসব প্রাণহানি ঘটে। এসব দুর্ঘটনার বেশিরভাগই ঘটেছে বেপরোয়া গতি, অদক্ষ হাতে যান চালনা ও ফিটনেসবিহীন যান চলাচলের কারণে। নিহতদের মধ্যে রাজধানীতে দুই বন্ধুসহ তিনজন, গাজীপুরে দুই মোটরসাইকেল আরোহী, ব্রাহ্মণবাড়িয়ায় দুই ভাইসহ তিনজন, নারায়ণগঞ্জে নারীসহ দুজন, গোপালগঞ্জে চালকসহ দুজন, খুলনায় দুজন, ঝালকাঠিতে অটোচালকসহ দুজন, মুন্সীগঞ্জে দুই যুবকসহ চারজন, ময়মনসিংহে চাচা-ভাতিজা, নেত্রকোনায় অটোযাত্রী, শেরপুরে নারীসহ দুজন, চট্টগ্রামে মোটরসাইকেলচালক, ফরিদপুরে বৃদ্ধ, বরিশালে কলেজছাত্রীসহ তিনজন, গাইবান্ধায় বৃদ্ধা, কুমিল্লায় বাসচালক, দিনাজপুরে মা-শিশুসহ ছয়জন, খাগড়াছড়িতে পর্যটক, মাদারীপুর ও চুয়াডাঙ্গায় দুই যুবক রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা : রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় নিহতরা হলেন রাসেল ও রাব্বি। দুর্ঘটনায় আহত হয়েছেন-বিপ্লব, রাতুল ও সাগর। তারা পাঁচ বন্ধু। সবাই বেসরকারি চাকরি ও ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। দ্রুতগতির কারণে গাছে ধাক্কা লেগে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এদিকে মধ্য বাড্ডায় বাসচাপায় বাইসাইকেল আরোহী স্কুলছাত্র শিপু দাস নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে বাড্ডা লুৎফর টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। শিবু দাসের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শেখপুরা গ্রামে। বর্তমানে উত্তর বাড্ডা হোসেন মার্কেট এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। বাড্ডা হাই স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত। তার বাবার নাম শ্রী সুশান্ত শীল। অপরদিকে গাজীপুরের টঙ্গীতে উড়াল সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কায় নিহত আরোহীরা হলেন টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈইল এলাকার দুলাল সরদারের ছেলে দেলোয়ার ও রাকিব। তারাও দুই বন্ধু। সোমবার টঙ্গীর আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামের সামনে বিআরটির ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে দুই সহোদর জেলার বিজয়নগর উপজেলার মেরাসানী গ্রামের ওবায়দুর রহমান খানের ছেলে রবিউল খান ও হুমায়ুন খান নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রবিউল ও হুমায়ুন ঢাকায় জুতার ব্যবসা করতেন। মোটরসাইকেলে ঈদ করতে বাড়ি ফিরছিলেন। এদিকে কসবায় মোটরসাইকেল খাদে পড়ে যুবক ফয়সাল আহমেদ নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় কসবা-আখাউড়া সড়কের গোপীনাথপুর সেকান্দরপাড়া রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। ফয়সাল কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর গ্রামের বংশি পাড়ার ফরিদ আহমেদের ছেলে। কুরবানির মাংস নিয়ে ফয়সাল মোটরসাইকেলে আখাউড়ায় ফুপুর বাড়ি যান। সেখান থেকে ফেরার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। 

বন্দর (নারায়ণগঞ্জ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরে গাড়ির ধাক্কায় নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী জামালপুর জেলার ফকিরপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে অন্তর এবং পটুয়াখালী জেলার কমলাপুর গ্রামের রফিক মিয়ার মেয়ে তাজনেহার। মঙ্গলবার বিকালে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। 

টেকেরহাট (মাদারীপুর) : গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-প্রাইভেটকার-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ নিহতরা হলে-অটোচালক মুকসুদপুর উপজেলার মোল্লাদী গ্রামের শুকুর আলীর ছেলে রাজিব শেখ এবং একই গ্রামের কুটি মিয়া শেখের ছেলে শাহেব আলী শেখ। মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাস ও অটোরিকশাটি রাস্তার খাদে পড়ে যায়। এতে আরও প্রায় ১০ জন আহত হয়েছেন।

খুলনা : খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। সোমবার ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নলছিটি (ঝালকাঠি) : ঝালকাঠির নলছিটিতে অটো-মাইক্রোবাসের সংঘর্ষে নিহতরা হলেন-চালক আলামিন ও যাত্রী আলতাফ মুন্সী। রোববার বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুরে এ দুর্ঘটনা ঘটে। আলআমিন রাজাপুর উপজেলার উত্তমাবাদ এলাকার আবদুল হকের ছেলে এবং আলতাফ পিরোজপুর জেলার দাউদখালি ইউনিয়নের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

টঙ্গীবাড়ী ও শ্রীনগর (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহতরা হলেন সদর উপজেলার আধারা ইউনিয়নের তাঁতিকান্দী গ্রামের মো. হান্নান ছৈয়ালের ছেলে মো. নাসির ছৈয়াল ও মহেশপুর নমকান্দি এলাকার মোকসেদ গাজী। মঙ্গলবার রাতে উপজেলার বেশনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগরে বাস-প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে উজ্জ্বল পাঠান ও রূপক নিহত হয়েছেন। রোববার রাতে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার মাসুরগাও পুরোনো ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উজ্জ্বল পাঠান উপজেলার জাতীয় পার্টির সাবেক সভাপতি আ. জলিল পাঠানের ছেলে এবং রূপক বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা এলাকার বাসিন্দা। 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : মোটরসাইকেল দুর্ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরশহরের ধামদি গ্রামের আমিনুল হকের ছেলে রনি ও তার চাচা আশিকের মৃত্যু হয়েছে। সোমবার ঈশ্বরগঞ্জ-নেত্রকোনা বিশিউরা সড়কে ঈশ্বরগঞ্জের তেলিহাটিতে এ দুর্ঘটনাটি ঘটে। ঈদের নামাজ শেষে ভ্রমণে বেরিয়েছিলেন তারা। 
পূর্বধলা (নেত্রকোনা) : পূর্বধলা উপজেলার মহিষবর এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে বাস-অটেরিকশা সংঘর্ষে যাত্রী শাকিলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বাসটিতে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়। শাকিল পূর্বধলা উপজেলার শালদিঘা গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে। 

শেরপুর ও উত্তর : শেরপুরের নকলায় রাস্তা পারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধা আসমা বেগম নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার গনপদ্দী বাজারে শেরপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আসমা বেগম উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী খন্দকারপাড়া গ্রামের আনোয়ার হোসেন বাবুর স্ত্রী। এদিন মোটরসাইকেল-অটো সংঘর্ষে নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামের তাজুল ইসলামের ছেলে যুবক হাসান নিহত হয়েছেন।

লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী জোবাইর নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ ইউনিয়নের তজুমুনসির গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জোবাইর সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গিয়ার বড় ঠাকুরপাড়ার বাসিন্দা আব্দুল কাইয়ুমের ছেলে। 

ফরিদপুর : মধুখালী উপজেলার রাজধরপুর এলাকায় মাইক্রোবাস-নসিমন সংঘর্ষে বৃদ্ধ নাজিমউদ্দিন নিহত হয়েছেন। মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নাজিমউদ্দিন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা। 

বরিশাল ও উজিরপুর : বরিশালে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহতরা হলেন-বাসচালকের সহকারী কুমিল্লার লাকসাম উপজেলার পেয়ারপুর এলাকার চাঁনমিয়ার ছেলে মো. সোহাগ ও সুপারভাইজার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শিলা বড়বাড়ির বাসিন্দা আব্দুল ওহাবের ছেলে আব্দুল কালাম। রোববার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর ব্র্যাক ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এদিকে উজিরপুরে মাইক্রোবাস-বাস সংঘর্ষে বুধবার কলেজছাত্রী বৃষ্টি নিহত হয়েছেন। সে ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকার আব্দুল জলিলের মেয়ে। বরিশাল ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া সরদার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

গাইবান্ধা : টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেনের গাড়িচাপায় বৃদ্ধা রহিমা বেগম নিহত হয়েছেন। বুধবার গাইবান্ধার তুলসীঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দাউদকান্দি (কুমিল্লা) : বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়ায় বাস উলটে বাসের চালক মনু মিয়া নিহত হয়েছেন। মনু মিয়া জেলার চান্দিনা উপজেলার ছাইকোড মিনার বাড়ির আহাম আলীর ছেলে। 

দিনাজপুর ও ফুলবাড়ী : দিনাজপুরে ঈদের দিন ও পরের দিন সড়ক দুর্ঘটনায় মা-শিশুসহ ৫ জনের প্রাণ গেছে। বীরগঞ্জে ঈদের দাওয়াত খেতে যাওয়ার সময় বাসের ধাক্কায় অটোরিকশাযাত্রী মোছা খাইরুন নাহার ও তার কোলে থাকা ৬ মাস বয়সি শিশু আবুজর প্রাণ হারান। মঙ্গলবার বিকালে পঞ্চগড়-রংপুর মহাসড়কের বীরগঞ্জ উপজেলার দলুয়া পাওয়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর এলাকায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেছে অ্যাম্বুলেন্স চালক এহসান হোসেনের। এহসান দিনাজপুরের হাকিমপুর উপজেলার চণ্ডীপুর গ্রামের হারেছ আলীর ছেলে। ঈদের দিন সোমবার সকালে দিনাজপুরের বিরামপুরে পিকআপের ধাক্কায় নিহত হয়েছেন ইজিবাইক চালক এনামুল হক ও যাত্রী বীর মুক্তিযোদ্ধা একে আজাদ। সোমবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর উপজেলার মেসার্স মমতাজ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এনামুল হক বিরামপুর পৌর এলাকার পূর্ব জগন্নাথপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে এবং বীর মুক্তিযোদ্ধা একে আজাদ বিরামপুর উপজেলার দিওর কুয়েতপাড়া গ্রামের মৃত কলিমউদ্দীনের ছেলে। এদিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীর লক্ষ্মীপুর বাজারে বুধবার মোটরসাইকেলের ধাক্কায় পথচারী লোকমান হোসেন নিহত হয়েছেন। কৃষক লোকমান উপজেলার দৌলতপুর ইউপির গড় পিংলাই (আদর্শপাড়া) গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

খাগড়াছড়ি : সাজেক থেকে ফেরার পথে খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় পর্যটক রাজিব শেখ নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় জেলার দীঘিনালার মাইনী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে সাজেক বেড়াতে এসেছিলেন। 

কালকিনি-ডাসার (মাদারীপুর) : ডাসারে সড়ক দুর্ঘটনায় যুবক মনির হোসেন নিহত হয়েছেন। মনির কালকিনি উপজেলার শিকারমঙ্গল এলাকার ভবানীপুর গ্রামের ৭ নং ওয়ার্ডের আলী হোসেন পালওয়ানের ছেলে। বুধবার বিকালে ডাসার উপজেলার আটিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক রাজ নিহত হয়েছেন। মঙ্গলবার চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা আঞ্চলিক সড়কের বোয়ালমারী গ্রামের মসজিদসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলচালক রাজ চুয়াডাঙ্গা পৌর এলাকার মাদ্রাসাপাড়ার ইজিবাইক চালক মজনুর রহমানের ছেলে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম