Logo
Logo
×

শেষ পাতা

উপজেলা নির্বাচন

তৃতীয় ধাপেও আওয়ামী লীগের জয়জয়কার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তৃতীয় ধাপেও আওয়ামী লীগের জয়জয়কার

তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। রাত সাড়ে ১২টা পর্যন্ত ৩৭ উপজেলার ফলাফল পাওয়া যায়। এতে অধিকাংশ আওয়ামী লীগের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হন। আর জাতীয় পার্টির দুজন বিজয়ী হন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
টাঙ্গাইল : চেয়ারম্যান পদে টাঙ্গাইল সদরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, নাগরপুরে প্রয়াত আওয়ামী লীগ দলীয় সংসদ-সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের ছেলে কেএম সালমান শামস ও দেলদুয়ারে মাহমুদুল হাসান মারুফ নির্বাচিত হয়েছেন। নাগরপুরে ফারুক হোসেন ভাইস চেয়ারম্যান ও জরিনা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 
কমলগঞ্জ (মৌলভীবাজার) : কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের ছোট ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল চেয়ারম্যান, মো. আব্দুল ওহাব ভাইস চেয়ারম্যান ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
সুনামগঞ্জ : চেয়ারম্যান পদে দোয়ারাবাজারে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেওয়ান তানভীর আল আশরাফী চৌধুরী বাবু বিজয়ী হয়েছেন। 
চন্দনাইশ ও আনোয়ারা (চট্টগ্রাম) : চন্দনাইশে চেয়ারম্যান পদে জসীম উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন। এ ছাড়া আনোয়ারায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মুজাম্মেল হক চেয়ারম্যান, সুগ্রীব মজুমদার দোলন ভাইস চেয়ারম্যান ও চুকমি চৌধুরী মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সাতক্ষীরা : চেয়ারম্যান পদে জেলার সদর উপজেলায় জাতীয় পার্টির মশিউর রহমান বাবু নির্বাচিত হয়েছেন। কলারোয়ায় আমিনুল ইসলাম লাল্টু চেয়ারম্যান, শেখ ইমরান হোসেন ভাইস চেয়ারম্যান ও সেলিনা আনোয়ার ময়না ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোনাগাজী ও দাগনভূঞা (ফেনী) : চেয়ারম্যান পদে সোনাগাজীতে জহির উদ্দিন মাহমুদ লিপটন বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহীন গণি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। দাগনভূঞায় জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন বিজয় হয়েছেন। 
রামু (কক্সবাজার) : চেয়ারম্যান পদে রামুতে বিজয়ী হয়েছে সিরাজুল ইসলাম ভুট্টো। 
খাগড়াছড়ি : মহালছড়ি উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আঞ্চলিক সংগঠন জেএসএস (এমএন লারমা) সমর্থিত বিমল কান্তি চাকমা। লক্ষ্মীছড়ি উপজেলায় চেয়ারম্যান হয়েছেন আরেক আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সমর্থিত প্রার্থী সুপার জ্যোতি চাকমা। 
রাঙামাটি : চেয়ারম্যান পদে নানিয়ারচরে স্বতন্ত্র অমর জীবন চাকমা ও লংগদুতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু বিজয়ী হয়েছেন। এ ছাড়া নানিয়ারচরে ভাইস চেয়ারম্যান সুজিত তালুকদার ও ভাইস চেয়ারম্যান (নারী) অনিতা চাকমা এবং লংগদুতে ভাইস চেয়ারম্যান মো. রাকিব হোসেন ও ভাইস চেয়ারম্যান (নারী) ফাতেমা জিন্নাহ নির্বাচিত হয়েছেন।
কিশোরগঞ্জ : চেয়ারম্যান পদে মিঠামইনে আছিয়া আলম, ইটনায় চৌধুরী কামরুল হাসান, তাড়াইলে জাতীয় পার্টির জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন ও করিমগঞ্জে মোজাম্মেল হক মাখন নির্বাচিত হয়েছেন।
জামালপুর : চেয়ারম্যান পদে মেলান্দহে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. দিদারুল পাশা নির্বাচিত হয়েছেন। 
নীলফামারী : চেয়ারম্যান পদে সদর উপজেলায় মো. আবুজার রহমান নির্বাচিত হয়েছেন। 
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : চেয়ারম্যান পদে শ্রীমঙ্গলে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায় নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজুদেব রিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজেরা খাতুন নির্বাচিত হয়েছেন। 
গুরুদাসপুর (নাটোর) : চেয়ারম্যান পদে গুরুদাসপুরে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহম্মেদ আলী মোল্লা নির্বাচিত হয়েছেন। 
নওগাঁ : চেয়ারম্যান পদে আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মো. এবাদুর রহমান প্রামানিক নির্বাচিত হয়েছেন। 
সিলেট : বিয়ানীবাজারে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম পল্লব, ফেঞ্চুগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির ও বালাগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া বিজয়ী হয়েছেন। 
কুমিল্লা, বুড়িচং, দেবিদ্বার ও ব্রাহ্মণপাড়া : বুড়িচংয়ে চেয়ারম্যান পদে উপজেলার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, ভাইস চেয়ারম্যান পদে মো. জসীম উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা পরিষদের সাবেক সদস্য লাভলী আক্তার নির্বাচিত হয়েছেন। ব্রাহ্মণপাড়ায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবু তৈয়ব অপি। দেবিদ্বারে চেয়ারম্যান পদে স্থানীয় এমপি মো. আবুল কালাম আজাদের ছোট ভাই মো. মামুনুর রশিদ বিজয়ী হয়েছেন। 
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : পীরগঞ্জে বর্তমান চেয়ারম্যান আখতারুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ইত্তেশাম উল হক মিম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মাহাফুজা বেগম। 
নোয়াখালী (উত্তর) : বেগমগঞ্জে উপজেলা চেয়ারম্যান শাহেদ শাহরিয়ার, ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ ও মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার লাভলী নির্বাচিত হয়েছেন।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) : শ্রীনগরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমত।
মান্নান (ফরিদপুর) : ভাঙ্গায় চেয়ারম্যান পদে মো. কাওছার ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান এবিএম ইব্রাহিম খলিল ও মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুয়ারা বেগম নির্বাচিত হয়েছেন। 
শরীয়তপুর : ডামুড্যা উপজেলায় আব্দুর রশীদ গোলন্দাজ ও গোসাইরহাটে মো. মোশারফ হোসেন সরদার চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। 
ত্রিশাল (ময়মনসিংহ) : ত্রিশালে বিএনপি নেতা সাবেক এমপি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আব্দুল খালেকের ছেলে আনোয়ার সাদাত আনোয়ার, ভাইস চেয়ারম্যান ইব্রাহিম খলিল নয়ন ও মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন ইসলাম নির্বাচিত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া : চেয়ারম্যান পদে বাঞ্ছারামপুরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সিরাজুল ইসলাম ও আশুগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. জিয়াউল করিম খান সাজু নির্বাচিত হয়েছেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম