Logo
Logo
×

শেষ পাতা

৭ জানুয়ারি রুহেলকে জেতাতে অনেক অপকর্ম করেছি: জাহাঙ্গীর ভূঁইয়া

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

৭ জানুয়ারি রুহেলকে জেতাতে অনেক অপকর্ম করেছি: জাহাঙ্গীর ভূঁইয়া

মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া বলেছেন, ‘গত ৭ জানুয়ারি জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সন্তান মাহবুব উর রহমান রুহেলকে জেতানোর জন্য আমরা অনেক অপকর্ম করেছি। ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে কোনো অপকর্ম ছাড়া ভোটকেন্দ্র খোলা রাখব।’

সোমবার মীরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানের ঘোড়া মার্কার সমর্থনে উপজেলার বড়তাকিয়া ইভা কমিউনিটি সেন্টার প্রাঙ্গণের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে আরও বক্তব্য দেন প্রার্থী শেখ আতাউর রহমান (ঘোড়া), উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রদীপ রঞ্জন চক্রবর্তী, বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু সুফিয়ান বিপ্লব, খৈয়াছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী, আওয়ামী লীগ নেতা কালু কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আবুল হোসেন, ইফতেখার উদ্দিন পিন্টু ও আওয়ামী লীগ নেতা নুরুল আলম।

জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, ‘আমাদের প্রার্থী বলেছেন আপনি ভোটকেন্দ্রে আসবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন। আমাদের কোনো আপত্তি নেই। যদি কেউ ভোটকেন্দ্র বন্ধ করার পাঁয়তারা করে, একজনে একাধিক ভোট দেওয়ার চেষ্টা করে, আমরা ভোটকেন্দ্র বন্ধ করে সেখানে বিক্ষোভ করব।’

তিনি বলেন, আমরা কোনো অবস্থাতে আর কোনো অপকর্ম করতে চাই না। ভোট নিয়ে যে অবস্থা সৃষ্টি হয়েছে, আজ বিএনপি ভোটকেন্দ্রে যায় না, আওয়ামী লীগের লোকেরাও ভোটকেন্দ্রে যেতে চায় না। শেখ হাসিনা সেজন্য মানুষকে ভোটকেন্দ্রে নেওয়ার জন্য চেষ্টা করেন।

জাহাঙ্গীর ভূঁইয়া আরও বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কোনো দলীয় প্রতীক রাখেননি। দলীয় প্রার্থী ঘোষণা দিতে তিনি বারণ করেছেন। তাই মীরসরাই উপজেলা আওয়ামী লীগের একজন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে বলতে চাই, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের কোথাও কোনো ইউনিয়নে, ওয়ার্ডে দলীয় প্রার্থী বা দলের পক্ষে কাউকে প্রার্থী করার সুযোগ নেই। প্রত্যেকে আওয়ামী লীগ করেন। যেহেতু বিএনপির কোনো প্রার্থী নেই, আমরা সৎ ও সুন্দরভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেব।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম