Logo
Logo
×

শেষ পাতা

সরাইলে মাটি কাটা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সরাইলে মাটি কাটা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাটি কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে সকাল থেকে দুপুর পর্যন্ত এ সংঘর্ষ হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরানুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড রাবার বুলেট ও চার রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় ২০ জনকে আটক করা হয়। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের সানাউল্লাহ গোষ্ঠীর মান্নান মিয়ার সঙ্গে বুইল্লার বাড়ির রাশিদ মিয়ার মধ্যে ধান শুকানোর জায়গা দখল ও মাটি কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এ সময় ঝগড়ার নেতৃত্ব দেন সানাউল্লাহ গোষ্ঠীর কাঞ্চন মিয়া এবং বুইল্লার দলের পক্ষে জিয়াউল আমিন। পরে সানাউল্লাহর পক্ষে যোগ দেয় খাঁ বাড়ি ও কৈবতবাড়ির লোকজন। অপরদিকে বুইল্লার দলের সঙ্গে যোগ দেন বুদ্ধির গোষ্ঠী, বড়বাড়ি ও উজিবাড়ির লোকজন। সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশত আহত হন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম