Logo
Logo
×

শেষ পাতা

মিয়ানমারে চলমান সংঘাত

নাইক্ষ্যংছড়িতে গুলিবিদ্ধ ইউপি সদস্য হাসপাতালে

মিয়ানমার সীমান্তরক্ষীদের আগের মতোই ফেরত পাঠানো হবে -পররাষ্ট্রমন্ত্রী

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নাইক্ষ্যংছড়িতে গুলিবিদ্ধ ইউপি সদস্য হাসপাতালে

মিয়ানমারে চলমান সংঘাতে সোমবার সকাল থেকে দেশটির অভ্যন্তরে স্বাধীনতাকামী বিদ্রোহীদের সঙ্গে তুমুল গোলাগুলিতে একটি বুলেট এসে পড়ে বাংলাদেশ অভ্যন্তরে। সেসময় কোমরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার ছাবের আহাম্মেদ। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত কক্সবাজার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে বুলেটটি বের করা হয়েছে।

এদিকে মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত দুদফায় আষাঢ়তলী জামছড়ি সীমান্ত দিয়ে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছেন ১৭৯ জন। তাদের মধ্যে মিয়ানমারের সেনা, বিজিপি ও ইমিগ্রেশন সদস্য রয়েছেন। আশ্রয় নেওয়া মিয়ানমার বিভিন্ন বাহিনীর সদস্যদের নিরস্ত্র করে জামছড়ি সীমান্ত এলাকা থেকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটেলিয়ান সদর দপ্তরে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তবে পুশব্যাক করা হয়েছে দুই দোভাষীকে। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

বান্দরবান জেলা প্রশাসক মুজাহিদ উদ্দিন বলেন, বর্তমানে তাদের পরিচয় শনাক্তকরণ কাজ চলছে। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম চলবে। তবে দেশে শিক্ষার যেন ব্যাঘাত না ঘটে এমন কোনো স্থানে না রাখতে তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন। যাবতীয় প্রক্রিয়ার পর আগের মতো তাদের ফেরত পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে ফেব্রুয়ারিতে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) ৩৩০ জন। ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়া নৌবাহিনীর জেটিঘাট থেকে জাহাজে করে তাদের মিয়ানমারে ফেরত দেওয়া হয়।

সীমান্তরক্ষীদের ফেরত পাঠানো হবে : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মিয়ানমার থেকে আবারও যে সীমান্তরক্ষীরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, আগের মতোই তাদের ফেরত পাঠানোর লক্ষ্যে কাজ করছে সরকার। মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী একথা বলেন। এদিন দুপুর অবধি নতুন করে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৭৭ সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। কয়েকজন বেসামরিক নাগরিক আসার চেষ্টা করেছিল তাদের ফেরত পাঠানো হয়েছে, জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে আগেও তাদের সীমান্তরক্ষী ও সেনাবাহিনীর সদস্য এবং তাদের পরিবারের কয়েক সদস্য আশ্রয় নিয়েছিল। মিয়ানমার সরকারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে আমরা তাদের ফেরত পাঠিয়েছি। এবারও তাই করা হচ্ছে। মিয়ানমারের অভ্যন্তরীণ বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে উদ্বায়ী পরিস্থিতির জন্যই বারবার এমন অবস্থা তৈরি হচ্ছে।

মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডাকা হবে কি না-এ প্রশ্নে মন্ত্রী বলেন, তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। প্রয়োজনে রাষ্ট্রদূতকে ডাকা হবে, এখনো ডাকা হয়নি।

এর আগে ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মুহাম্মদ হাশিমের সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের কল্যাণ ও কর্মসংস্থান বৃদ্ধি, বাংলাদেশে বিনিয়োগে ৮ম সর্বোচ্চ দেশ মালয়েশিয়া থেকে আরও বিনিয়োগ, আসিয়ান দেশগুলোর ডায়ালগ পার্টনারশিপের জন্য বাংলাদেশের আবেদনসহ দ্বিপাক্ষিক বিষয়াদি বৈঠকে স্থান পেয়েছে।

সামগ্রিক বাজার ব্যবস্থাপনার পরিকল্পনা চলছে : সরকারের কঠোর অবস্থানের পরও বাজারে জিনিসপত্রের দাম বেশি রাখা হচ্ছে-এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রী সাংবাদিকদের বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে-এটাই আমাদের শক্তি। পাশাপাশি সরকার সামগ্রিক বাজার ব্যবস্থাপনার একটি পরিকল্পনা করছে, যাতে ব্যবসায়ীরা যা ইচ্ছা তাই করতে না পারে। মন্ত্রী হাছান মাহমুদ বলেন, আশা করি, পবিত্র রমজানে ব্যবসায়ীদের শুভবুদ্ধির উদয় হবে, তারা অতিরিক্ত মুনাফা করার প্রবণতা থেকে বিরত থাকবে।

বিএনপির অভিযোগ হতাশা থেকে : সাংবাদিকরা এ সময় ‘বিএনপির কিছু নেতা বলছেন, জেল থেকে মুক্তি পেলেও তারা পুরো মুক্ত নন, বাকস্বাধীনতা নেই’-এ নিয়ে প্রশ্ন করলে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির নেতারা সকাল-বিকাল সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে, সরকারকে টেনে নামিয়ে ফেলবে, আবার তারা বলছে বাকস্বাধীনতা নেই! আসলে নির্বাচনের পর চরম হাতাশার মধ্যে এ কথা বলে তারা দলটা টিকিয়ে রাখতে চায় মাত্র, অন্য কিছু নয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম