চট্টগ্রামে জয় বাংলা কনসার্ট
দেশপ্রেম আর তারুণ্যের উন্মাদনায় একাকার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামে জয় বাংলা কনসার্ট
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে চট্টগ্রামে প্রথমবার অনুষ্ঠিত হয়েছে জয় বাংলা কনসার্ট। এই কনসার্টে দেশপ্রেম আর তারুণ্যের উন্মাদনা মিলেমিশে হয়ে উঠেছিল একাকার। হাজারও তরুণ দেশসেরা ব্যান্ড দলগুলোর গানের সঙ্গে নেচে-গেয়ে মাতিয়ে তোলেন এমএ আজিজ স্টেডিয়াম। স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের আগুনঝরা গান, স্বাধীনতা আর দেশপ্রেমের গানে উদ্দীপ্ত হয়ে ওঠে তারুণ্য। পাশাপাশি ছিল রক গানের সুরের মূর্চ্ছনা আর চোখ ধাঁধানো আলোর ঝলকানি। সহস্র তরুণের কণ্ঠে ‘জয় বাংলা বাংলার জয়’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে স্টেডিয়াম।
বৃহস্পতিবার বিকালে শুরু হওয়া কনসার্ট ব্যান্ড-সংগীতপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। এতে অংশ নেয় তরুণ প্রজন্মের জনপ্রিয় বেশ কটি ব্যান্ড। এসব ব্যান্ডের পরিবেশনায় উন্মাত্তাল হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। গানে গানে শ্রদ্ধা জানানো হয় ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি।
বিকাল ৩টায় চট্টগ্রামের ব্যান্ড তীরন্দাজের গান দিয়ে শুরু হয় কনসার্ট। মঞ্চে এসেই জাগরণের গান দিয়ে মাতিয়ে তোলেন শিল্পীরা। ২৫ মিনিট ধরে বিভিন্ন গান পরিবেশন করেন, যার মধ্যে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গানও ছিল। এরপর মঞ্চে ওঠে কার্নিভাল। পর্যায়ক্রমে মেঘদল, অ্যাভোয়েড রাফা, লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস, চিরকুট, আর্টসেল তাদের পরিবেশনা নিয়ে মঞ্চে আসে। প্রতিটি ব্যান্ডদল ৪৫ মিনিট করে পরিবেশনার সময় পায়। সন্ধ্যার দিকে গোটা স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ভাষণের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজন করা হয় জয় বাংলা কনসার্ট। এর আগে সাতবার ঢাকার আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট আয়োজন হলেও এবারই প্রথম ঢাকার বাইরে এই কনসার্টের আয়োজন করা হয়। প্রতিবছর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটির স্মরণে জয় বাংলা কনসার্ট আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা।