Logo
Logo
×

শেষ পাতা

পোস্তগোলা সেতু সংস্কার

যাতায়াতে বাড়তি যানজটের শঙ্কা

১৬ দিন বিকল্প সড়কে চলবে ভারী যানবাহন * সেতুতে বাসসহ হালকা যানবাহন বন্ধ থাকবে পাঁচদিন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যাতায়াতে বাড়তি যানজটের শঙ্কা

পোস্তগোলা সেতুর (বুড়িগঙ্গা-১) সংস্কারকাজ শুরু হবে ২২ ফেব্রুয়ারি। চলবে ৮ মার্চ পর্যন্ত। এ সময় ঢাকা থেকে দেশের ২১ জেলায় যাতায়াতের ক্ষেত্রে বাড়তি যানজটের আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি বিবেচনায় রেখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগসহ সাতটি সংস্থার প্রতিনিধিরা বৈঠক করেছেন। এতে বাড়তি যানজট মোকাবিলায় বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে। রোববার দুপুরে ডিএমপির সদর দপ্তরে এই বৈঠক হয়। পরে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানানো হয়েছে।

ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান বলেন, পোস্তগোলা সেতুর দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিং-এর কাজ করা হবে। এজন্য পোস্তগোলা সেতু দিয়ে চলাচলকারী যানবাহন ১৬ দিন বিকল্প রাস্তা ব্যবহার করবে। এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, পোস্তগোলা সেতুর সংস্কারকাজ চলাকালে সাতটি সংস্থার সমন্বয়ের মাধ্যমে বিকল্প রাস্তা নির্ধারণ করা হয়েছে। এ রাস্তায় যদি কখনো অসুবিধা দেখা দেয়, তাহলে বিকল্প রাস্তা হিসাবে কী পদ্ধতি ব্যবহার করা হবে, সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এক্ষেত্রে ডিএমপিসহ অন্যান্য ইউনিট কী দায়িত্ব পালন করবে, তাও আলোচনা হয়েছে। তিনি বলেন, এসএসসি পরীক্ষা চলছে, এছাড়া প্রায়ই বিভিন্ন বড় বড় প্রোগ্রাম থাকে। আমরা আশাবাদী নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে। সেক্ষেত্রে আমরা বিকল্প রাস্তার কথা বিবেচনায় রেখেছি। সভায় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, বিআরটিএ, বিআরটিসি, সড়ক ও জনপথ বিভাগ, ঢাকার দুই সিটি করপোরেশন, বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির প্রতিনিধিসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকল্প পথ : সেতু মেরামতকালে মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহার করতে বলেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারী যানবাহন চলাচল করতে পারবে না সেতু দিয়ে। তবে বাস ও হালকা যানবাহনের জন্য পাঁচদিন বন্ধ থাকবে। সওজের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারী যানবাহন (ট্রাক-পিকআপ ভ্যান, কাভার্ডভ্যান, কনটেইনারবাহী লরি) ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ এবং হালকা যানবাহন (বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি, অটোরিকশা ইত্যাদি) ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ-এই পাঁচদিন বিকল্প সড়ক ব্যবহার করবে।

ভারী যানবাহন ও বড় বাসের জন্য বিকল্প সড়ক : যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কগামী যানবাহন ধোলাইপাড় বাসস্ট্যান্ড ও বাবুবাজার সেতু ব্যবহার করে তেঘড়িয়া ইন্টারসেকশন হয়ে মহাসড়কে প্রবেশ করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক থেকে যাত্রাবাড়ীগামী যানবাহন তেঘড়িয়া ইন্টারসেকশন-বাবুবাজার সেতু ব্যবহার করে ধোলাইপাড় হয়ে যাত্রাবাড়ী প্রবেশ করবে। গাবতলী থেকে ছেড়ে আসা দক্ষিণ অঞ্চলগামী যানবাহন পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট হয়ে যাতায়াত করবে। দেশের পূর্বাঞ্চল/দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে ছেড়ে আসা দক্ষিণাঞ্চল/দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যানবাহনগুলো চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট হয়ে যাতায়াত করবে। দেশের উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু হয়ে যাতায়াত করবে।

হালকা যানবাহনের জন্য বিকল্প সড়ক : পদ্মা সেতু থেকে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামমুখী যানবাহন শ্রীনগর-মুন্সীগঞ্জ-মুক্তারপুর সেতু-৩য় শীতলক্ষ্যা সেতু-মদনপুর সড়ক ব্যবহার করতে পারবে। সিলেট, চট্টগ্রাম থেকে পদ্মা সেতুমুখী যানবাহন মদনপুর হতে ৩য় শীতলক্ষ্যা সেতু-মুক্তারপুর সেতু মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়ক ব্যবহার করতে পারবে। পদ্মা সেতু থেকে ঢাকাগামী যানবাহন শ্রীনগর দোহার- নবাবগঞ্জ-কেরানীগঞ্জ সড়ক, তুরাগ-রোহিতপুর, আব্দুল্লাহপুর- রাজাবাড়ী বাজার-কোনাখোলা মোড়-বছিলা সেতু-মোহাম্মদপুর সড়ক ব্যবহার করতে পারবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম