নাসার দাবি
জীবনের খোঁজ মিলল সৌরমণ্ডলের বাইরে
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পৃথিবী ছাড়া অন্য গ্রহে পানির সন্ধান পাওয়ার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। নাসার বিজ্ঞানীরা হাবল টেলিস্কোপ ব্যবহার করে সৌরমণ্ডলের বাইরে জীবনের খোঁজ পায়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমন তথ্য জানায় ইন্ডিয়া টুডে।
অনেকদিন ধরেই পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খুঁজে বের করতে অনুসন্ধান চালাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। সম্প্রতি সেই অনুসন্ধান অভিযান চলাকালীনই ভিনগ্রহে অন্য ‘জীবন’ বা পানির সন্ধান পান নাসার বিজ্ঞানীরা।
নাসা জানিয়েছে, যে এক্সোপ্ল্যানেটে পানির সন্ধান পাওয়া গেছে, তা সৌরমণ্ডলের বাইরে। পৃথিবীর নক্ষত্র মণ্ডল থেকে ওই গ্রহটির অবস্থান প্রায় ৯৭ আলোকবর্ষ দূরে। বিজ্ঞানীরা গ্রহটির নাম দিয়েছেন জিজে ৯৮২৭ডি। গ্রহটির ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় দ্বিগুণ। বিজ্ঞানীরা বলেছেন, এর আগে মহাকাশে যে গ্রহগুলোতে জলের খোঁজ মিলতে পারে বলে মনে করা হয়েছিল, জিজে ৯৮২৭ডি তার মধ্যে অন্যতম।
বিজ্ঞানীদের মতে, পানি পাওয়া গেলেও ওই গ্রহ বাসযোগ্য নয়। ওই গ্রহটির বায়ুমণ্ডলের তাপমাত্রা ৭৫২ ডিগ্রি ফারেনহাইট বা ৪০০ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রায় মানুষের বেঁচে থাকা অসম্ভব। তবে গ্রহটির অন্য বৈশিষ্ট্যগুলোর কারণে সেই গ্রহে জলের খোঁজ পাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা। পৃথিবী যেমন সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে, তেমন জিজে ৯৮২৭ডি গ্রহটি জিজে ৯৮২ নক্ষত্রকে প্রদক্ষিণ করে।
হাবল টেলিস্কোপ তিন বছরের মধ্যে গ্রহটির ১১টি ছবি তুলেছে। তবে নাসা বলছে, জিজে ৯৮২৭ডি-র বায়ুমণ্ডল সম্পর্কে হাবল টেলিস্কোপ যে খোঁজ পেয়েছে তা যে ১০০ শতাংশ সঠিক, সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।