পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাবেন ৭ ফেব্রুয়ারি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
![পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাবেন ৭ ফেব্রুয়ারি](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/01/19/image-764673-1705626740.jpg)
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আমন্ত্রণে ৭ ফেব্রুয়ারি নয়াদিল্লি সফরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এ?টি তার প্রথম দ্বিপাক্ষিক সফর হবে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ভারত সফরে যাচ্ছি ৭ ফেব্রুয়ারি। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সেখানে যাব। সম্ভবত সফরটা ৩ দিনের জন্য হবে। এখনো সফরসূচি চূড়ান্ত হয়নি। তবে ৭ ফেব্রুয়ারি যাচ্ছি।
দিল্লি সফরে আলোচনায় কোন বিষয়গুলো থাকবে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, এখনো রেডি (প্রস্তুত) হইনি। ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের বিষয়টিও এখনো ঠিক হয়নি বলেও তিনি জানান।