Logo
Logo
×

শেষ পাতা

বরিশালে ঠান্ডাজনিত রোগে এক মাসে ভর্তি ৩ সহস্রাধিক

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বরিশালে ঠান্ডাজনিত রোগে এক মাসে ভর্তি ৩ সহস্রাধিক

বরিশাল বিভাগে শীতের প্রকোপের সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। গত এক মাসে সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৮৪ জন। সোমবার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৭৯ জন ভর্তি হয়েছে। ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের মধ্যে উপকূলীয় এলাকার বাসিন্দা বেশি।

এদিকে বরিশালে টানা পাঁচ দিন ধারাবাহিকভাবে তাপমাত্রা কমে সোমবার সকালে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। তবে সকালেই আকাশে সূর্যের দেখা পাওয়ায় তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ১৯.৮ ডিগ্রি সেলসিয়াসে।

বরিশাল আবহাওয়া অফিস প্রধান বশির আহমেদ জানান, রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলিসিয়াস, শনিবার ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ১১.৫ ডিগ্রি।

নগরীসহ বরিশাল সদর উপজেলার দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে কম্বল বিতরণ করেছেন বিভাগীয় কমিশনার শওকত আলী এবং জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম