Logo
Logo
×

শেষ পাতা

‘ভোটারবিহীন’ নির্বাচনে গঠিত জাতীয় সংসদও ‘অবৈধ’: বিএনপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘ভোটারবিহীন’ নির্বাচনে গঠিত জাতীয় সংসদও ‘অবৈধ’: বিএনপি

৭ জানুয়ারির জাতীয় নির্বাচনকে ‘ভোটারবিহীন’ উল্লেখ করে গঠিত জাতীয় সংসদকেও ‘অবৈধ’ দাবি করেছে বিএনপি। দলটির নেতারা আরও দাবি করেছেন, ভোটে জনগণ অংশগ্রহণ করেনি। অতএব এই সংসদ-সদস্যদের শপথও জনগণ গ্রহণ করবে না।

জাতীয় সংসদে নির্বাচিত সংসদ-সদস্যরা শপথ গ্রহণের পর বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আমরা বলেছি, এ নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি। এ নির্বাচন সুষ্ঠু হয়নি, গ্রহণযোগ্য হয়নি। শুধু তাই নয়, জনগণের অংশগ্রহণবিহীন এই নির্বাচন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশগুলোও গ্রহণ করেনি। আমরা মনে করি, এটা অবৈধ সরকারের অবৈধ সংসদ।’

নবম জাতীয় সংসদের বিরোধীদলীয় প্রধান হুইপ বলেন, ‘৭ জানুয়ারি বাংলাদেশের রাজনীতিতে লজ্জাজনক ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার। জনগণের অনুপস্থিতিতে ভোটারবিহীন নির্বাচনে তল্পিবাহক প্রধান নির্বাচন কমিশনার ৪০ শতাংশ ভোট পড়েছে বলে যে ঘোষণা দিয়েছেন তা সাজানো। আমরা তথ্য-উপাত্ত দেখে দেখেছি ৪ পার্সেন্টের বেশি ভোট পড়েনি। সেই ভোটের সংসদ-সদস্যদের শপথ অনুষ্ঠান হয়েছে, আমরা তা প্রত্যাখ্যান করছি। এই অবৈধ সংসদে যে সরকার গঠিত হবে সেই সরকারকে কখনো জনগণ গ্রহণ করবে না। সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা একটা ভুয়া ভোটারবিহীন নির্বাচন করেছেন। ৮৬, ৮৮ সালে নির্বাচন করা হয়েছিল, তাতেও জনগণ অংশগ্রহণ করেনি। আপনারা ক্ষমতায় ছিলেন জোর করে, এবার ২০২৪ সালের ৭ জানুয়ারি তল্পিবাহক নির্বাচন কমিশনের মাধ্যমে যে নির্বাচন করেছেন ভোটারবিহীন, সেই সরকার আপনারা পরিচালনা করতে পারবেন না।’

এদিকে বিকালে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের জনগণকে আপনারা বারবার ধোঁকা দেবেন। দেশের জনগণকে আপনারা জনগণ না মনে করে বন্দি করে নির্বাচন করবেন। একই দলের বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী করে নির্বাচন করবেন। মনে করছেন জনগণ এটা বুঝবে না। জনগণ সবই বোঝে। বিএনপি ও সমমনা দলগুলো যে আন্দোলনে রয়েছে সেই আন্দোলনে দেশের জনগণের সমর্থন রয়েছে। সুতরাং দেশে কিন্তু বিপদ ধেয়ে আসছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘গত ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে মানুষের মৌলিক অধিকার নিয়ে যে ভয়ংকর ছিনিমিনি খেললেন এটা শুধু নজিরবিহীন বললেই শেষ হবে না। এর মধ্যে যে নির্দয়তা, নির্মমতা, নিষ্ঠরতা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। যেমন খুশি তেমনভাবে তামাশার নির্বাচন করেছে। যাকে ইচ্ছা তাকে জিতিয়েছেন। যারা জিততে পারেনি, তারা ভোটে কারচুপি নিয়ে কিছু কিছু মুখ খুলছেন। কিন্তু শেখ হাসিনা (প্রধানমন্ত্রী) এগুলোকে পরোয়া করেন না।’

সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘এবার রাজনৈতিক খেলা, নির্বাচনি খেলা তো দেখালেন। একদলকে বিভিন্ন দল করে আমি-ডামি-মামুদের দিয়ে যে নির্বাচন করালেন তা দেখে গোটা বিশ্ববাসী শুধু হাততালি দেয়নি, মুচকি হেসেছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম