নাশকতার মামলা
আলাল ও নিরবসহ বিএনপি-জামায়াতের ১১০ জনের সাজা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজধানীতে নাশকতার আট মামলায় বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবসহ বিএনপি-জামায়াতের ১১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রায় ঘোষণা করা হয়।
ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম ২০১৩ সালের ডিসেম্বরে ধানমন্ডির ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনের রাস্তায় একটি বাসে পেট্রোল জ্বালিয়ে আগুন দেওয়ার মামলায় বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, অন্য ছয় বিএনপি নেতা এবং এক জামায়াত নেতাসহ ৮ জনের ৩৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন। এ সময় আলাল ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জামায়াতের ঢাকা মহানগর (দক্ষিণ) সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শহিদুল ইসলাম হীরা। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের ছয় সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন ২০১২ সালের ডিসেম্বরে পল্টনে রাজনৈতিক সহিংসতার অভিযোগে বিএনপির ২৬ সদস্যকে ৯ মাসের কারাদণ্ড দেন। এ সময় কোনো আসামি আদালতে উপস্থিত ছিলেন না। এ মামলায় রাষ্ট্রপক্ষের পাঁচজন সাক্ষ্য দেন।
ম্যাজিস্ট্রেট রাজেশ ২০১৮ সালের সেপ্টেম্বরে কামরাঙ্গীরচর এলাকায় রাজনৈতিক সহিংসতার দায়ে ১২ বিএনপি নেতাকর্মীকে ৫৪ মাসের কারাদণ্ড দিয়েছেন। এ মামলায় ৪ সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর কোতোয়ালি থানার মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে ৯ জনকে ২৪ মাসের কারাদণ্ড দেন। এ মামলায় আদালতে ৫ জন সাক্ষী দেন।
ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম ২০১৫ সালের ১৫ জানুয়ারি খিলক্ষেত থানার মামলায় রাজনৈতিক সহিংসতার দায়ে বিএনপির ১০ জনকে ২৪ মাস করে কারাদণ্ড দেন। এ মামলায় চার সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ২০১০ সালের ২৯ জুন হাজারীবাগে অবৈধ জমায়েত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার জন্য বিএনপি-জামায়াতের ২২ জনকে ৩৬ মাসের কারাদণ্ড দেন ।
ম্যাজিস্ট্রেট মো. জাকি-আল-ফারাবি ২০১৭ সালের মে মাসে শাহজাহানপুরে অবৈধ সমাবেশের অভিযোগে ৫ বিএনপি কর্মীকে ৬ মাসের কারাদণ্ড দেন। ২০১২ সালে মতিঝিল থানায় করা নাশকতার মামলায় এদিন বিএনপির ১৮ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। ম্যাজিস্ট্রেট বেগম শান্তা ইসলাম এ রায় ঘোষণা করেন।