Logo
Logo
×

শেষ পাতা

শাবিপ্রবির গাড়ি নিয়ে নির্বাচনি সভায় ছাত্রলীগ!

Icon

শাবি প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শাবিপ্রবির গাড়ি নিয়ে নির্বাচনি সভায় ছাত্রলীগ!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গাড়ি ব্যবহার করে আওয়ামী লীগের নির্বাচনি সমাবেশে যাওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

বুধবার বিকালে তিনটি গাড়িতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাস থেকে সিলেট শহরের রিকাবিবাজার যান। এর অগেরদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দুটি গাড়ি নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীদের বরণ করতে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান তারা। বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করে রাজনৈতিক সভা-সমাবেশে অংশগ্রহণের বেশকিছু ছবি যুগান্তরের হাতে এসেছে।

জানা যায়, শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক খলিলুর রহমান, সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মামুন শাহসহ অন্য নেতাকর্মীরা আওয়ামী লীগের নির্বাচনি প্রচারে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের সিলেট মেট্রো স-১১০০০৩, সিলেট মেট্রো স-১১০০০২ এবং সিলেট স-১১০০১১ নম্বরধারী তিনটি গাড়ি ব্যবহার করেন। ওই গাড়িতে তারা সিলেট শহরের রিকাবিবাজার এলাকা পর্যন্ত যান।

আগের দিন মঙ্গলবার ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের বরণ করতে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের দুটি গাড়ি নিয়ে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান। এরও আগে বিভিন্ন সময়ে খলিলুর রহমান, সজিবুর রহমান, মামুন শাহ ও সুমন মিয়া একাধিকবার বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করেন। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক খলিলুর রহমান বলেন, আমরা ছাত্রলীগের ব্যানারে কোনো গাড়ি ব্যবহার করিনি। সাধারণ শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এবং তাদের স্বার্থে গাড়িগুলো দেওয়া হয়। আমরা গাড়িতে করে সুবিদবাজার পর্যন্ত গিয়েছি।

বিমানবন্দরে যাওয়ার বিষয়ে তিনি বলেন, সেই গাড়িও ছাত্রলীগের ব্যানারে ব্যবহার করা হয়নি। ওই গাড়িতে সাধারণ শিক্ষার্থীরা গিয়েছিলেন। রাজনৈতিক ও দলীয় কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ ব্যবহার করা যায় কিনা-এ প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ‘গাড়ি তো সমাবেশে যায়নি। গাড়ি শিক্ষার্থীদের সুবিদবাজারে নামিয়ে দিয়ে চলে আসে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম