Logo
Logo
×

শেষ পাতা

দেশে বসবাসকারী নাগরিক

বৈদেশিক মুদ্রায় হিসাব খোলা যাবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বৈদেশিক মুদ্রায় হিসাব খোলা যাবে

বাংলাদেশে বসবাসকারী নাগরিকরাও প্রবাসীদের মতো দেশের ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রায় ব্যাংক হিসাব (আরএফসিডি) খুলতে পারবেন। বিদেশ থেকে আসার সময় সঙ্গে থাকা বৈদেশিক মুদ্রা বা স্বর্ণালংকার শুল্ক কর্তৃপক্ষের কাছে ঘোষণা দিয়ে সেগুলো ব্যাংক হিসাবে জমা রাখতে পারবেন। কমপক্ষে এক মাস জমা রাখলে এর বিপরীতে নির্ধারিত হারে মুনাফাও পাবেন। এসব বৈদেশিক মুদ্রা বিদেশে যাওয়ার সময় গ্রাহক সঙ্গে নিয়ে যেতে পারবেন। এছাড়া এগুলো গ্রাহকের নিজের বা সন্তানদের শিক্ষা ও চিকিৎসা খরচ মেটাতে ব্যয় করা যাবে। আগে এসব সুযোগ ছিল না।

এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট গ্রাহকদের জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।

সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ডলার সংকটের মধ্যে বাংলাদেশের অনেক নাগরিক বাজার থেকে বা ব্যাংক থেকে বেআইনিভাবে ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রা কিনে নিজেদের কাছে রেখে দিয়েছেন। সেগুলো তারা ব্যাংকেও জমা করতে পারছেন না। এতে করে ডলারের প্রবাহের একটি বড় অংশ আটকে যাচ্ছে। এছাড়া বিদেশ থেকে দেশে আসার সময় বাংলাদেশি নাগরিকরা সর্বোচ্চ ১০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে আনতে পারেন। ওইসব মুদ্রা বন্দরে শুল্ক কর্তৃপক্ষের কাছে ঘোষণা দিয়ে সঙ্গে রাখতে হয়। এসব বৈদেশিক মুদ্রা আগে গ্রাহকরা ব্যাংকে রাখতে পারতেন না। কারণ সাধারণ নাগরিকরা আগে ব্যাংকে বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারতেন না। ফলে ওইসব বৈদেশিক মুদ্রা নিজের কাছে রেখে দিতে হতো। এগুলো ব্যাংকিং চ্যানেলে আসতো না। এগুলো গ্রাহক আবার বিদেশে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যেতে পারতেন। এতে করে কিছু নাগরিকের কাছে বৈদেশিক মুদ্রা রাখার প্রবণতা বেড়ে গিয়েছিল। ওইসব বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসতে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ সুবিধা দিয়েছে। একাধিকবার আসা-যাওয়া করলে এর বেশি বৈদেশিক মুদ্রাও রাখা যাবে।

এতে আরও বলা হয়, এখন থেকে প্রবাসী বাংলাদেশিদের মতো দেশে বসবাস করেন এমন নাগরিকরাও যে কোনো ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখায় বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত মুদ্রা মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো, কানাডিয়ান ডলার, চীনের আরএমবি, সিঙ্গাপুরি ডলার, অস্ট্রেলিয়ান ডলার, জাপানি ইয়েনসহ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যে কোনো মুদ্রায় হিসাব খুলতে পারবেন। এসব হিসাবে সঙ্গে আনা ডলার জমা রাখতে পারবেন। তবে এর বেশি ডলার রাখতে হলে তার ব্যাখ্যা দিতে হবে। তবে বৈদেশিক মুদ্রা আয় করেন এমন ব্যক্তিরা এরচেয়ে বেশি ডলার রাখতে পারবেন। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক বা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এর চেয়ে বেশি ডলারও রাখা যাবে। বর্তমানে এ সুবিধা কেবলমাত্র প্রবাসী বাংলাদেশিরা ভোগ করতে পারেন। দেশে বসবাসকারী নাগরিকরা এ সুবিধা আগে ভোগ করতে পারতেন না। এখন পারবেন। তবে যারা বৈদেশিক মুদ্রা আয় করেন তারা সীমিত আকারে এ সুবিধা ভোগ করতে পারেন।

সার্কুলারে বলা হয়, গ্রাহকের হিসাবে ওইসব বৈদেশিক মুদ্রা কমপক্ষে এক মাস জমা থাকলে এর বিপরীতে নির্ধারিত হারে সুদ পাওয়া যাবে। সংশ্লিষ্ট মুদ্রার ভিত্তি সুদের হারের সঙ্গে দেড় শতাংশ যোগ করে গ্রাহকের হিসাবে সুদ জমা করা হবে। গ্রাহক ইচ্ছে করলে যে কোনো সময় এসব বৈদেশিক মুদ্রা পুনরায় বিদেশে নিয়ে যেতে পারবেন।

গ্রাহক ইচ্ছা করলে যে কোনো সময় এগুলো টাকায় রূপান্তর করে দেশে নিজের প্রয়োজনে খরচ করতে পারবেন। প্রয়োজন হলে ওইসব বৈদেশিক মুদ্রার বিপরীতে গ্রাহক আন্তর্জাতিক মানের ডেবিট ও ক্রেডিট কার্ডও ব্যাংক থেকে নিতে পারবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম