Logo
Logo
×

শেষ পাতা

নির্বাচন সামনে রেখে সাফল্য তুলে ধরার চেষ্টা 

সারা দেশে ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনের হিড়িক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সারা দেশে ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনের হিড়িক

জাতীয় সংসদ নির্বাচনের আগে সারা দেশে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের হিড়িক পড়েছে। এর মাধ্যমে সরকারের সাফল্য জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 

মেট্রোরেল, রূপপুর বিদ্যুৎকেন্দ্র, ঢাকা-ভাঙ্গা ট্রেন চলাচল উদ্বোধনের ধারাবাহিকতায় শনিবার দোহাজারী-কক্সবাজার ট্রেন চলাচল ও কক্সবাজারে রেলস্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই দিন তিনি মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ ১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৫৩ হাজার ৪৬৭ কোটি টাকার অন্য তিনটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সারা দেশে উদ্বোধন, ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপনে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় এমপিরাও।

এসব প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই বলে প্রচার করছেন তারা। পাশাপাশি তারা নৌকা মার্কায় ভোট চাইছেন। প্রতিনিধিদের পাঠানো খবর- 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ): জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, দেশে ফিরে আসার পর শেখ হাসিনাকে বিএনপি-জামায়াত জোট ২১ বার প্রাণনাশের চেষ্টা চালিয়েছে।

শনিবার সোনারগাঁয়ে ১৫০ কোটি টাকার ৩১০টি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিংড়া (নাটোর): সিংড়ায় হাইটেক পার্ক চত্বরে বাংলাদেশ-ভারত ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার ও শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারসহ ৩৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৮টির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। 

কলমাকান্দা (নেত্রকোনা): স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার তিন সপ্তাহে অন্তত ৩৫টি প্রকল্পের কাজ উদ্বোধন করেছেন। কলমাকান্দা সদর, কৈলাটি, রংছাতি, পোগলা, নাজিরপুরসহ আটটি ইউনিয়নে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। 

সেনবাগ (নোয়াখালী) : শনিবার দুপুরে ১১৫টি উন্নয়ন প্রকল্পের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিভিন্ন সরকারি ভবনের উদ্বোধন করেন নোয়াখালী-২ আসনের এমপি মোরশেদ আলম।

বাঘা (রাজশাহী) : ১৬টি সড়ক ও ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বাঘায় শুক্রবার ২৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন রাজশাহী-৬ আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৪টি নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন স্থানীয় এমপি বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন। শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।  

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : ৬ নভেম্বর সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নে ২৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দিদারুল আলম এমপি। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-শেখেরহাট উচ্চ বিদ্যালয় ৪তলাবিশিষ্ট একাডেমিক ভবন, হাবীব আহম্মেদ চৌধুরী সড়কের কার্পেটিং ইত্যাদি। 

বান্দরবান : পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং শুক্রবার বান্দরবান সদর উপজেলার সূয়ালক ইউনিয়নে রেড ক্রিসেন্ট মালটিপারপাস হাসপাতালসহ বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে ৭ ও ৯ নভেম্বর ষষ্ঠ সাঙ্গু সেতুসহ আরও বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন। 

কেন্দুয়া (নেত্রকোনা) : কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নে ৩টি প্রকল্পে প্রায় ৭ কোটি টাকার কাজ উদ্বোধন করেন এমপি অসীম কুমার উকিল। এছাড়া গত মাসে ১৬টি প্রকল্পে প্রায় ১৬ কোটি টাকার কাজ উদ্বোধন করেন তিনি। 

গৌরীপুর (ময়মনসিংহ) : উপজেলার ডাউকি তিনতলা মসজিদের নির্মাণকাজসহ ৭টি প্রকল্পের উদ্বোধন করেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। 

গোলাপগঞ্জ (সিলেট) : গত কয়েক দিন ধরে নিজ এলাকায় এমপি নুরুল ইসলাম নাহিদ কালভার্ট, মসজিদ-মাদ্রাসা, স্কুল ভবন ও রাস্তাঘাটের উদ্বোধন করছেন। শুক্রবারও পশ্চিমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনসহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। 

বানিয়াচং (হবিগঞ্জ) : গত ১৫ দিনে বানিয়াচংয়ে ৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন স্থানীয় দুই এমপি। এগুলোর মধ্যে রয়েছে-বানিয়াচং উপজেলা পরিষদের ৪ তলাবিশিষ্ট প্রশাসনিক ভবন, হবিগঞ্জ-বানিয়াচং আরএইচএন রোড থেকে প্রতাপপুর সড়ক ও একই সড়কে নির্মিত ৮৪ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রিজ। 

বড়লেখা (মৌলভীবাজার) : শনিবার চারতলাবিশিষ্ট জেলা পরিষদ ডাকবাংলোর নির্মাণকাজের উদ্বোধন করেন স্থানীয় এমপি ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন। এতে সরকারের ব্যয় হবে প্রায় ৩ কোটি ২৭ লাখ টাকা। 

খাগড়াছড়ি : ৯ নভেম্বর দীঘিনালা কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজের ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন স্থানীয় এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা। 

দশমিনা (পট্য়ুাখালী) : দুটি বিদ্যালয়ের ভবনসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন পটুয়াখালী-৩ আসনের এমপি এসএম শাহজাদা। 

ধোবাউড়া (ময়মনসিংহ) : ধোবাউড়ায় গত ১৫ দিনে অন্তত ২০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন ময়মনসিং-১ আসনের সংসদ-সদস্য জুয়েল আরেং। এগুলোর মধ্যে রয়েছে-কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, ঠেলাঠেলি বাজার ব্রিজ ইত্যাদি। 

মাগুরা : মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর গত দুই দিনে নিজ নির্বাচনি এলাকা মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় প্রায় ১০২ কোটি ৪৫ লাখ টাকার বিভিন্ন কাজের উদ্বোধন করেন। 
লামা (বান্দরবান) : ১০ নভেম্বর লামা পৌরসভার অর্থায়নে সদ্য নির্মিত ও নির্মাণাধীন প্রায় ১২ কোটি টাকার ১১টি প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। 

ভেদরগঞ্জ (শরীয়তপুর) : শরীয়তপুর-২ আসনের নড়িয়া ও সখিপুরে ৬ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত মোট ২৫টি প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। 

রাণীনগর (নওগাঁ) : রাণীনগর ও আত্রাই উপজেলায় গত কয়েক দিনে প্রায় ১০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল এসব প্রকল্পের উদ্বোধন করেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম