হামলা হলে আমরাও পালটা হামলা করব: ওবায়দুল কাদের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ শান্তি চায়। তবে শান্তি সমাবেশে আক্রমণ হলে নেতাকর্মীরা বসে থাকবে না।
তিনি বলেন, বিএনপি যদি গায়ে পড়ে আমাদের ওপর আক্রমণ করতে আসে, তখন তো আমরা চুপচাপ বসে থাকব না। আমাদের কর্মীরা কি তখন শান্ত থাকবে? আমরা বিএনপির সভাস্থলে হামলা করতে যাব না। কিন্তু আমাদের সমাবেশে হামলা করলে আমরাও বসে থাকব না। পালটা হামলা করব।
বৃহস্পতিবার বনানীতে সেতু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আগামীকাল ২৮ অক্টোবর শনিবার চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত এই টানেলের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন।
এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে পৃথক এক কর্মসূচিতে ওবায়দুল কাদের বলেন, ২৮ অক্টোবর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। তিনি বলেন, ‘বায়তুল মোকাররম দক্ষিণ গেট, অনলি ওয়ান ভেন্যু আই ম্যানশন। যেটা বলেছি সেটাই।’
দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বিএনপি প্রকাশ্যে সহিংসতার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। সেতু ভবনের প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা বিএনপির সমাবেশে হামলা করিনি, করবও না। কারণ, আমরা সরকারে আছি। জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ বদ্ধপরিকর। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা নির্বাচনে শান্তি চাই। নির্বাচনের আগের পরিবেশটাতেও শান্তি চাই। আমরা দেশ চালাচ্ছি, তাই অশান্ত পরিবেশ হতে দেব না।
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিদেশি চাপের বিষয়ে অবহিত নই, আমাদের নির্বাচন আমরা করব, বন্ধুরাষ্ট্র হিসাবে তারা নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করতে পারে। তিনি বলেন, ২৯ তারিখ (রোববার) মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাতের জন্য আমার কাছে সময় চেয়েছেন। কিন্তু আমরা এখনও সময় দিইনি। আমরা যেহেতু রাজনৈতিক দল করি, এ ব্যাপারে উপর মহলের সিদ্ধান্ত লাগে। অনুমতি লাগে।
তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো চাপ পাচ্ছি না। আমি কোনো চাপের কথা জানি না। সেতুমন্ত্রী পালটা প্রশ্ন করে বলেন, চাপ কেন হবে? অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হবে, সেখানে চাপের কিছু নেই। বাংলাদেশে সবসময় আতঙ্ক থাকে। রাজনীতিতে এমন ভয়-আতঙ্ক থাকেই। এর মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
বুধবার (২৫ অক্টোবর) রাতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপির নৈশভোজে ভূমিমন্ত্রীর উপস্থিত থাকার বিষয়ে তার জানা নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) যেভাবে কথা বলে, তার মানে তারা প্রতিরোধের নামে সহিংসতায় যেতে চায়। বিএনপি বলে তারা ১৯৭১ সালের চেতনা ধারণ করে, কিন্তু তারা সেটি করে না। তারা ধারণ করে সাতচল্লিশের দ্বিজাতিতত্ত্বে। তারা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিয়েছে পঁচাত্তরের ১৫ আগস্ট, ৩ নভেম্বর এবং ২০০৪ সালের ২১ আগস্ট। এর শেষ কোথায়? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানো কি তাদের সর্বশেষ টার্গেট? প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।