Logo
Logo
×

শেষ পাতা

কোম্পানীগঞ্জের সাদাপাথরে পর্যটকের ভিড়

Icon

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কোম্পানীগঞ্জের সাদাপাথরে পর্যটকের ভিড়

ঈদে মিলাদুন্নবী (সা.)-সহ টানা তিনদিনের ছুটিতে সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর মুখর হয়ে উঠেছে পর্যটকদের পদচারণায়। বুধবার বিকাল থেকেই দলবল ও পরিবার-পরিজন নিয়ে প্রকৃতির এ মায়াময় সৌন্দর্যের কাছে ভিড় করেছেন তারা।

সরেজমিন শুক্রবার বিকালে দেখা গেছে, ১০ নম্বর পার্কিং এলাকায়, দোকানপাট, নৌকাঘাট ও সাদাপাথর জিরো পয়েন্টে হাজালও পর্যটকের ভিড়। সাদাপাথরে আনন্দময় সময় কাটাচ্ছেন ছোট-বড় সবাই। কেউ ছবি তুলছেন, কেউ স্বচ্ছ পানিতে সাঁতার কাটছেন। অনেকে আবার গানের তালে হইহুল্লোড়ে মেতে উঠছেন।

পর্যটকরা বলছেন, প্রকৃতির এ অপরূপ সৌন্দর্য দেখে বিমোহিত তারা। একসঙ্গে পাহাড়, পাথর ও স্বচ্ছজলের স্রোত দেখতে ছুটে এসেছেন।

নৌকার মাঝিরা জানান, হাজার হাজার পর্যটক আসায় আমাদের ব্যস্ততা ও রোজগার বেড়েছে। শনিবার পর্যন্ত পর্যটকদের এরকম সমাগম থাকবে।

সাদাপাথর পর্যটন বাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি রুবেল আহমদ বলেন, প্রচুর পর্যটক এসেছেন। এতে ভালো ব্যবসা হচ্ছে। কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি শরীফ আহমদ বলেন, পর্যটকদের উপচেপড়া ভিড় হওয়ায় ফটোগ্রাফারদের আয় সাধারণ সময়ের চেয়ে কয়েক গুণ বেশি হচ্ছে।

এদিকে নিরাপত্তা রক্ষায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও পর্যটকদের সহায়তা এবং নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। এছাড়া পর্যটন এলাকায় সার্বক্ষণিক মাইকিং করা হচ্ছে।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম