চউকে দুদকের অভিযান, বেশ কিছু ফাইল জব্দ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। ভবনের নকশা অনুমোদন, এলইউসি প্রদান, নকশাবহির্ভূত ভবন নির্মাণে অভিযান, নোটিশ প্রদান করাসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নিচ্ছে একশ্রেণির আসধু কর্মকর্তা-কর্মচারী। টাকা ছাড়া কিছুই হচ্ছে না এখানে। তৃতীয় শ্রেণির কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে নির্বাহী প্রকৌশলী, নগর পরিকল্পনার দায়িত্বে থাকা কর্মকর্তারাও জড়িয়ে পড়েছেন দুর্নীতিতে। নকশা অনুমোদনের ফাইল চালাতে ঘাটে ঘাটে টাকা দিতে হচ্ছে। না হলে ফাইল চলে না। আবার নকশা অনুমোদনের আবেদন করতে সরকারি যে ফি জমা দেওয়া হচ্ছে, তাও জাল-জালিয়াতির মাধ্যমে গ্রাহককে ভুয়া স্লিপ ধরিয়ে দিয়ে আত্মসাৎ করা হচ্ছে।
এ ধরনের নানা অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১০ সদস্যের একটি দল বুধবার চউক ভবনের বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে বেশকিছু ফাইল জব্দ করে। কিছু ফাইলে অনিয়ম পাওয়া গেছে বলেও দাবি করেছেন দুদক কর্মকর্তারা। অভিযানে নেতৃত্ব দেন দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক নাজমুস সাদাত। তিনি বলেন, দুদকের হটলাইন নম্বর ১০৬-এ ফোন পেয়ে তারা চউকে অভিযানে যান। বেশকিছু নথির বিষয়ে তাদের কাছে অভিযোগ গেছে। তাই নথিগুলো যাচাই-বাছাইয়ের বিষয় রয়েছে। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের নথি চেয়েছেন চউকের কাছে। পরবর্তী সময়ে পর্যালোচনা করে এসব নথিতে কোনো অনিয়ম আছে কি না, সরকারের টাকা আত্মসাৎ করা হয়েছে কি না এবং ব্যাংক হিসাবের সঙ্গে কোনো অমিল আছে কি না তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।