Logo
Logo
×

শেষ পাতা

পেট্রোলপাম্প মালিকদের কর্মসূচি 

দিনভর ভোগান্তির পর রাতে ধর্মঘট প্রত্যাহার

Icon

যুগান্তর ডেস্ক 

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দিনভর ভোগান্তির পর রাতে ধর্মঘট প্রত্যাহার

পেট্রোলপাম্প মালিকদের একাংশের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নিয়েছে পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন। এর আগে পেট্রোলপাম্প মালিকদের একাংশের ধর্মঘটে রাজধানীসহ সারা দেশে রোববার অধিকাংশ পেট্রোলপাম্প বন্ধ ছিল। যেসব পাম্প খোলা ছিল, তেলের ডিপো বন্ধ থাকায় সেগুলোও তেল সংকটে পড়ে। 

একাংশের ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি জানিয়ে পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান বলেন, বিপিসির সঙ্গে আলোচনা হয়েছে। চলতি মাসের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। তাই চলমান কর্মসূচি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হলো।

ধর্মঘট চলাকালীন রাজধানীর বিভিন্ন পেট্রোলপাম্প ঘুরে তেল পাননি অনেক গাড়িচালক। বাড্ডায় পাম্পগুলো বন্ধ দেখা গেছে। যেসব পাম্প খোলা দেখা গেছে, সেগুলো ডিজেল দিলেও অকটেন বিক্রি করেনি। অকটেন না থাকায় বিপাকে পড়েছে দামি প্রাইভেটকার ও বিলাসবহুল গাড়ি। 

অকটেন না পেয়ে ফিরে যাচ্ছিলেন রাশেদ নামে ব্যক্তিগত গাড়িচালক। তিনি বলেন, আমার এই গাড়িটা সব সময় অকটেনেই চালাই। কখনো পেট্রোল নিই না। বাড্ডা ফিলিং স্টেশনের এক কর্মী বলেন, পদ্মা ডিপো থেকে আমরা তেল আনি। আজ (রোববার) সকালে আমাদের কয়েকটি গাড়ি গেছে। ডিপোর গেট বন্ধ থাকায় ফিরে এসেছে। ইতোমধ্যে আমাদের যা তেল ছিল, সব বিক্রি করে দিয়েছি। 

যেসব পেট্রোলপাম্প খোলা ছিল সেখানে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। 

পেট্রোলপাম্প মালিকদের দাবি, ডিজেলের ২ ভাগ, পেট্রোলের ৩ ভাগ ও অকটেনের ৪ ভাগ কমিশন বাড়িয়ে সাড়ে ৭ ভাগ করতে হবে। একই সঙ্গে তাদের শিল্প থেকে বাদ দিয়ে কমিশন এজেন্ট ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে। এছাড়া পুরাতন ট্যাংকলরি অবসরের সময় ২৫ বছর থেকে বাড়াতে হবে। এই তিন দাবিতে তারা ধর্মঘটের ডাক দেন।

শনিবার রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হকের নেতৃত্বে থাকা একাংশ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। 

জ্বালানি মন্ত্রণালয় রোববার তাদের কমিশন এজেন্ট হিসাবে গেজেট প্রকাশ করেছে। এ গেজেট প্রকাশের মধ্য দিয়ে তেল ব্যবসায়ীদের করা তিন দফা দাবির মধ্যে একটি পূরণ করা হয়েছে। বাকি দুটি দাবি পূরণের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। 

এদিকে রোববার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রোল পাম্প ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, সব পেট্রোলপাম্প খোলা আছে; কিন্তু তেলের ডিপো বন্ধ করে রাখা হয়েছে। যারা ধর্মঘট ডেকেছে, তাদের দাবি যৌক্তিক। তবে সরকারকে সময় না দিয়ে ধর্মঘট ডেকে মানুষকে বিপদে ফেলা অযৌক্তিক। 

ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

খুলনা : রোববার রাত পৌনে ১০টার দিকে খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের চার জেলায় ধর্মঘট প্রত্যাহার করা হয়। বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল গফফার বিশ্বাস সাংবাদিকদের জানান, সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

এর আগে খুলনায় ডিপোগুলো থেকে তেল না পেয়ে ট্যাংকলরি নিয়ে চালকদের বেকার বসে থাকতে দেখা গেছে। এদিকে তেল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত অপরিবর্তিত থাকায় রোববার রাত থেকেই খুলনার পাম্পগুলোয় ভিড় বাড়তে থাকে। খুলনার নতুন রাস্তার মোড়ের এলেনা পেট্রোলপাম্পের সামনে দীর্ঘ লাইন দেখা যায়। খুলনা নগরীর পাওয়ার হাউজ মোড় এলাকায় সিটি করপোরেশনের পেট্রোলপাম্পেও দীর্ঘ লাইন ছিল মধ্যরাত পর্যন্ত। 

ভৈরব (কিশোরগঞ্জ) : ধর্মঘটের কারণে সকাল থেকে ভৈরবের যমুনা, মেঘনা ও পদ্মা ডিপো থেকে কোনো তেল সরবরাহ হয়নি। ভৈরবের তিনটি তেল ডিপো থেকে প্রতিদিন বিভিন্ন জেলায় দুই কোটি লিটার তেল সরবরাহ করা হয়। যমুনা ডিপোর সুপারিনটেন্ট মো. মতিউর রহমান বলেন, ধর্মঘটের কারণে ভৈরবের ডিপো থেকে কোনো জ্বালানি তেল সরবরাহ হয়নি। 

হাকিমপুর (দিনাজপুর) : দিনাজপুরের হিলিতে মোটরসাইকেলে তেল নিতে আসা আশরাফ হোসেন বলেন, আমি আমার মেয়েকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। পথিমধ্যে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে। পাম্পে এসে দেখি পাম্প বন্ধ। 

পার্বতীপুর (দিনাজপুর) : রোববার পার্বতীপুর ওয়েল হেড ডিপোর সামনে মালিক গ্রুপের নেতারা অবস্থান নিয়ে পূর্বঘোষিত কর্মসূচি তুলে ধরেন। এ সময় বক্তব্য দেন রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক ভূঁইয়া, দিনাজপুর পেট্রোলপাম্প মালিক গ্রপের সাধারণ সম্পাদক এটিএম হাবিবুর রহমান প্রমুখ।

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের পদ্মা ও মেঘনা নামে দুটি ডিপোতে তেল সরবরাহ বন্ধ রাখে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ঢাকা বিভাগীয় কমিটি।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম