
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ১১:২৮ পিএম
ড. ইউনূসের পাশে দাঁড়ানোর আহ্বান হিলারি ক্লিনটনের

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সমর্থনে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ফেসবুক পোস্টে হিলারি লিখেছেন, ‘মহান মানবতাবাদী ও নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূসের প্রয়োজনের মুহূর্তে সমর্থন দিতে আমার এবং ১৬০ জনের বেশি বিশ্ব নেতার পাশে দাঁড়ান।’
মঙ্গলবার রাত ৯টার দিকে ভেরিফায়েড ফেসবুক পোস্টে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি আরও লেখেন, ড. ইউনূসের বিরুদ্ধে নিপীড়ন বন্ধের দাবিতে আন্দোলনে যোগ দিন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকে দেওয়া এক পোস্টে ‘অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম’ অবিলম্বে স্থগিত চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া খোলা চিঠিটি সংযুক্ত করেন হিলারি। রোববার হিলারি ক্লিনটনসহ ১০৪ জন নোবেলবিজয়ী ও ৭৯ বিশ্বব্যক্তিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লেখেন।
হিলারি ক্লিনটনের আহ্বানে সমর্থন জানিয়ে মার্কিন সিনেটর ডিক ডারবিন ‘এক্স’-এ এক পোস্টে লেখেন-‘বিশ্বের দরিদ্রদের সহায়তার জন্য মুহাম্মদ ইউনূসকে কংগ্রেসনাল গোল্ড মেডেল প্রদানের একটি রেজ্যুলেশনের প্রধান পৃষ্ঠপোষক হিসাবে আমি নোবেলবিজয়ীদের সঙ্গে যোগ দিচ্ছি এবং বাংলাদেশ সরকারকে হয়রানি বন্ধের আহ্বান জানাচ্ছি।’