Logo
Logo
×

শেষ পাতা

ডেঙ্গুতে দৈনিক ২৬৫৫ রোগী হাসপাতালে

২৪ ঘণ্টায় ভর্তি ২২৮৮, মৃত্যু ৯

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডেঙ্গুতে দৈনিক ২৬৫৫ রোগী হাসপাতালে

ডেঙ্গু প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও চলতি আগস্টে এ পর্যন্ত দৈনিক গড়ে ২ হাজার ৬৫৫ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আক্রান্তদের মধ্যে দৈনিক ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঊর্ধ্বমুখী ধারায় ডেঙ্গুজ্বর নিয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২ হাজার ২৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ৯ জনের।

সরকারের স্বাস্থ্য বিভাগের দেওয়া ডেঙ্গু সংক্রমণবিষয়ক তথ্যে দেখা যায়, চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৩১২ ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৪২ হাজার ৪৮০ জন আক্রান্ত হয়েছেন চলতি মাসে। এছাড়া এ বছর মৃত্যু হয়েছে ৪৪৪ জনের। এর মধ্যে আগস্টের ১৬ দিনে ১৯৩ জনের মৃত্যু হয়।

এ হিসাবে দৈনিক মৃত্যু হয়েছে ১২ জনের। এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। সরকারি হিসাবে ওই বছর মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া মাসভিত্তিক তথ্যে দেখা যায়, ২০১৯ সালের আগস্টে সর্বোচ্চ ৫২ হাজার ৬৩৬ রোগী ভর্তি হয়েছিলেন। এ বছর আগস্টের প্রথম ১৬ দিনেই ৪২ হাজার ৪৮০ জন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৮৯৯ জন ঢাকার এবং ১ হাজার ৩৮৯ জন ঢাকার বাইরের। অর্থাৎ, দিনে ভর্তি মোট রোগীর ৬০ শতাংশই ঢাকার বাইরের। এদিন সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৬৬১ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ৩ হাজার ৮০৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৪ হাজার ৮৫৭ জন।

বিশেষজ্ঞরা বলছেন, এ বছর এডিস মশা শনাক্তে চালানো জরিপে ঢাকায় মশার যে উপস্থিতি দেখা গেছে, তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় সামনে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করছেন তারা। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম