Logo
Logo
×

শেষ পাতা

হামলা-অগ্নিসংযোগ, আহত ১১

রামগতিতে বিয়ে বাড়িতে যুবলীগ নেতার তাণ্ডব

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রামগতিতে বিয়ে বাড়িতে যুবলীগ নেতার তাণ্ডব

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদারের বিরুদ্ধে বিরোধপূর্ণ জমি দখলে নিতে প্রতিপক্ষের বিয়েবাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার ভোরে ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে অস্ত্রশস্ত্রে সজ্জিত চার শতাধিক ভাড়াটে লোক নিয়ে রুবেল ফিল্মি স্টাইলে ওই বাড়িতে হামলা চালায়। ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে, দুটি বসতঘরে অগ্নিসংযোগ ও একটি দোকানঘর ভাঙচুর করে। এ সময় আটজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। রুবেলের পক্ষের তিনজনও আহত হয়। অভিযুক্ত রুবেল চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়, এক একর জমি নিয়ে এলাকার আবু তাহের বড় মিয়ার সঙ্গে যুবলীগ নেতা রুবেলের বিরোধ চলে আসছে। বিভিন্ন সময় জমিটি দখলে নিতে রুবেল চেষ্টা চালায়। আবু তাহেরের ভাতিজা কবির হোসেনের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এ সুযোগে রুবেল নোয়াখালী জেলাসহ বিভিন্ন এলাকা থেকে চার শতাধিক ভাড়াটে লোক এনে জমিটি দখলের চেষ্টা চালায়।

ভোর ৫টার দিকে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তারা আবু তাহেরের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির লোকজনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে। দুটি বসতঘরে অগ্নিসংযোগ এবং একটি দোকানঘর ভাঙচুর করা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

আবু তাহের জানান, ভাতিজা কবিরের বিয়ের প্রস্তুতি চলছিল। এ উপলক্ষ্যে আত্মীয়স্বজন বাড়িতে আসেন। ইউপি সদস্য আবুল কালাম, সাবেক সদস্য মো. লিটন ও গিয়াস উদ্দিনসহ ভাড়াটে কয়েকশ লোক নিয়ে রুবেল আমার বাড়িতে হামলা করে। আমার ছেলে মো. বাবুল, মো. হোসেন, ভাতিজা রাজিব, রাকিব, শাকিব, সিপন, হেলাল ও কবির হোসেনকে তারা পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বাবুলকে প্রথমে নোয়াখালী জেনারেল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ন্যক্কারজনক এ ঘটনায় ভাতিজার বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। রুবেলের বিভিন্ন ধরনের হুমকিতে আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।

অভিযোগের বিষয়ে যুবলীগ নেতা রুবেল হাওলাদার জানান, ক্রয়সূত্রে তিনি ওই জমির মালিক। জমি দখলে নিতে গেলে আবু তাহের ও তার সহযোগীরা বাধা দেয়।

এ কারণে, বৃহস্পতিবার ভোরে তারা জমিটি দখলের জন্য গেছেন। প্রতিপক্ষের লোকজন হামলায় হানিফ, আল-আমিন ও নবীর হোসেন আহত হয়েছে। বিয়েবাড়িতে হামলা ও বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ সত্য নয় বলে তিনি দাবি করেন।

ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার জানান, জমিটি নিয়ে তার ছেলে রুবেলের সঙ্গে আবু তাহেরদের বিরোধ দীর্ঘদিনের। বিষয়টি সমাধানের জন্য তিনি বেশ কয়েকবার চেষ্টাও করেছেন। তিনি আরও বলেন, ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, জমি দখল নিয়ে মারামারি ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ দুটি দা উদ্ধার করে। এ ব্যাপারে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম