Logo
Logo
×

শেষ পাতা

জাতিসংঘের শান্তিরক্ষা প্রধান ঢাকায়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতিসংঘের শান্তিরক্ষা প্রধান ঢাকায়

জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জাঁ পিয়ের লাক্রোয়ার শনিবার দুদিনের সফরে ঢাকায় এসেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সামরিক বাহিনীর কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশের আমন্ত্রণে তিনি ঢাকায় এসেছেন। ঢাকায় অবস্থানকালে জাঁ পিয়ের লাক্রোয়ার ২০২৩ সালের জাতিসংঘ শান্তিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকের (ইউএনপিকেএম) প্রস্তুতিমূলক আলোচনায় যোগ দেবেন। ঘানার রাজধানী আক্রায় ৫ ও ৬ ডিসেম্বর মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করবে শান্তিরক্ষা বিভাগ। এদিকে জাতিসংঘের ব্যবস্থাপনা কৌশল, নীতি ও কমপ্লায়েন্সবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ক্যাথরিন পোলার্ড শুক্রবার ঢাকায় এসেছেন।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের দুই শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ করার কথা রয়েছে।
এদিকে লাক্রোয়ারের ঢাকা সফরকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োগের ক্ষেত্রে মানবাধিকার সংক্রান্ত বিষয় যাচাই-বাছাইয়ের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ। দুটি পৃথক বিবৃতিতে দুই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ আহ্বান জানায়।
 

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম