দুই সিটির ভোট নিয়ে আমরা সন্তুষ্ট: সিইসি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাজশাহীতে ৫২-৫৫ এবং সিলেটে ৪৬ শতাংশের মতো ভোট পড়েছে। দুই সিটিতেই নির্বাচন সার্বিকভাবে ভালো হয়েছে। এজন্য আমরা সন্তুষ্ট। বুধবার ভোট গ্রহণ শেষে রাজধানীর আগারগাঁও-এ নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে সারাদিন দুই সিটির ভোট সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা অবাধে, নির্বিঘ্নে ভোট দিয়েছেন। কোথাও বাধা দেওয়ার কথা শুনিনি, তথ্যও পাইনি। কাজেই সার্বিকভাবে নির্বাচন ভালো হয়েছে। এ ধরনের নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়লে ‘গুড এনাফ’। তবে ৬০-৭০ শতাংশ হলে তা চমৎকার হবে। এজন্য কমিশন চেষ্টা করে যাবে।’
সিইসি বলেন, ‘আমাদের সময়ে ক্রিটিক্যাল নির্বাচনগুলো (পাঁচ সিটিতে নির্বাচন) ভালো হয়েছে।’
আগামী জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা বিশ্বাস করি, জাতীয় নির্বাচনেও ভোটাররা উৎসাহিত হবেন। তারা বুঝে নেবেন ভোট উৎসবমুখর হতে পারে। তাই ভোটাররা আগ্রহী হবেন ভোট কেন্দ্রে যেতে। এটা অবশ্যই ইতিবাচক দিক।
ভবিষ্যতেরটা আমরা ভবিষ্যতে দেখব, তবে আমরা আশাবাদী।