Logo
Logo
×

শেষ পাতা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

ফাইল ছবি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা। বুধবার চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ হোসেন এমন তথ্য জানিয়ে বলেন, ‘বোর্ডের সদস্যরা সার্বক্ষণিকভাবে ওনার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় যেসব চিকিৎসা দরকার সেটা টাইম-টু-টাইম দিচ্ছেন। উনার শারীরিক অবস্থা যেদিন ভর্তি হয়েছিলেন ওইদিনের তুলনায় স্থিতিশীল আছে।’

বোর্ডের এক চিকিৎসক জানান, মঙ্গলবার রাতে অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের সব সদস্য বিএনপি চেয়ারপারসনকে দেখেন এবং বিভিন্ন পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেন। বর্তমানে যে চিকিৎসা চলছে সেটা চালানোর পাশাপাশি কিছু নতুন ওষুধ যোগ করেছে বোর্ড।

অধ্যাপক জাহিদ আরও বলেন, মেডিকেল বোর্ডের বৈঠকে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও দেশের বাইরের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও অংশ নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিঁথি সার্বক্ষণিক ম্যাডামের স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন ৭৮ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সোমবার রাতে গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর দুই মাস আগে ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। পাঁচ দিন পর তিনি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফেরেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম