হেমায়েতপুরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া
অস্ত্রধারীর গ্রেফতার দাবিতে বিক্ষোভ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পাবনা সদর উপজেলার বিরোধপূর্ণ হেমায়েতপুরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে হত্যার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার সহযোগীর বিরুদ্ধে। শুধু তাই নয়, গ্রামবাসীকে মারধর, বাড়িঘর ও দোকানে ভাঙচুর এবং লুটপাটের অভিযোগও উঠেছে ওই অস্ত্রধারীর বিরুদ্ধে। ওই অস্ত্রধারীকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। রোববার দুপুরে হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙ্গাবাড়িয়ার পশ্চিমপাড়ায় সংবাদ সম্মেলনের পর কয়েকশ’ গ্রামবাসী নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেন।
স্থানীয়রা জানায়, ৯ মে পাবনার চর বাঙ্গাবাড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়া নিয়ে স্থানীয় আওয়ামী লীগের বিবদমান দু’গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনার পর পূর্ব শত্রুতার জের ও প্রতিহিংসার বশে স্থানীয় নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা করা হয়। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ নেতা আনিস সরদারের অন্যতম সহযোগী ইছাহক প্রামাণিক প্রকাশ্যে অস্ত্র দিয়ে মহড়া দেন।
প্রতিপক্ষকে হত্যার হুমকির পাশাপাশি এলাকার দুটি মুদিখানার দোকানে হামলা ও লুটপাট করেন। বেশ কয়েকজনকে পিটিয়ে গুরুতর আহত করেন। সংবাদ সম্মেলনে স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন বাবুল হোসেন, কালু মৃধা, সুরুজ মণ্ডল, আবুল হোসেন, আবদুল মান্নান মৃধা, আলিম মৃধা, রানী খাতুন, আখি আক্তার, রোজিনা খাতুন, সালেহা খাতুন, মাসুরা খাতুন প্রমুখ।
পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, অস্ত্র নিয়ে মহড়ার ভিডিও আমাদের কাছেও আছে। ডিবি পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।