Logo
Logo
×

শেষ পাতা

খুলনা সিটি করপোরেশন

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৫ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজি আমিনুল হককে আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানাকে সদস্য সচিব করা হয়েছে।

বুধবার রাতে খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সিটি নির্বাচন পরিচালনা কমিটিতে মহানগর আওয়ামী লীগ নেতা, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ ও মহানগর পর্যায়ের সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক বা আহ্বায়ক-সদস্য সচিবকে নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য করার সিদ্ধান্ত হয়।

অন্যদিকে মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টুকে খুলনা-২ আসনের এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামকে খুলনা-৩ আসনের সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সিটির ৩১টি ওয়ার্ডে দলীয়ভাবে প্রার্থী বাছাইয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক।

এ সময় তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন গণতন্ত্রের প্রথম সোপান। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে। এ লক্ষ্য সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনি আচরণবিধি মেনে প্রচার কার্যক্রম চালাতে হবে।

বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ-সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার পরিচালনায় এ সময় বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কাজি আমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক শেখ সোহেল উদ্দিন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর জেডএ মাহমুদ ডন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ উল্লাহ, প্যানেল মেয়র অ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান প্রমুখ।

সভা শেষে বাবুল রানা বলেন, বর্ধিত সভায় সিটি নির্বাচনে মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেককে বিজয়ী করার বিষয় নিয়ে আলোচনা হয়। কাউন্সিলর পদে দলীয় প্রার্থীদের নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যারা প্রার্থী হতে আগ্রহী, তারা মনোনয়ন ফর্ম নিচ্ছে নির্বাচন কমিশন থেকে। এখনো সময় আছে। আমরা পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম