ঈদযাত্রায় শৃঙ্খলার সংকট হলেই যানজট হবে: ওবায়দুল কাদের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলার সংকট হলেই যানজট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, অনেক রাস্তা হয়েছে, ব্রিজ হয়েছে, একদিনে একশ রাস্তাও আমরা উদ্বোধন করেছি। রাস্তায় কোনো সংকট নেই, রাস্তা যানজটের কারণ হবে না। যানজটের কারণ হবে ডিসিপ্লিন (শৃঙ্খলা)। শৃঙ্খলার সংকট হলেই যানজট হবে। বৃহস্পতিবার সচিবালয়ে ময়মনসিংহের কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্পের পরামর্শক নিয়োগসংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, রাস্তায় একটু জটলা দেখলে রং সাইডে যাব-এমন প্রবণতা থাকলে যানজট হবে। অনেক সময় ফিটনেসবিহীন গাড়ি চলতে চলতে রাস্তায় থেমে গেছে। সেটি সরাতে সরাতে ১৫ মিনিট লাগলে কতবড় যানজট হবে সেটি তো বোঝাই যায়। আমি নিজে এর প্রত্যক্ষদর্শী।
তিনি বলেন, অন্যবার আমাদের সমস্যা ছিল গাজীপুরে। এবার গাজীপুর একেবারেই দুর্ভোগশূন্য হবে মনে করি না, তবে সেখানে অন্যবারের তুলনায় এবার দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে। তিনি আরও বলেন, রাস্তার কাজের জন্য বঙ্গবন্ধু সেতু এরিয়াতে দুর্ভোগ হবে। তাই ঈদের আগে পরে সেখানে কাজ বন্ধ রাখতে বলেছি। তবে ঈদযাত্রা আমাদের জন্য চ্যালেঞ্জ। এটি সবাই মিলে যৌথভাবে সমাধান করতে পারব।
ওবায়দুল কাদের জানান, আগামী নভেম্বরে রাজধানীর মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের কাজ শেষ হবে। মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) কাজ দ্রুত এগিয়ে চলছে। তিনি আরও বলেন, এ বছরেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ তেজগাঁও পর্যন্ত শেষ করতে পারব। সে লক্ষ্যে আমাদের কাজ এগিয়ে চলছে। পহেলা বৈশাখে বাঙালি জাতিকে আরও একটি সুখবর দিতে চাই। সেটি হচ্ছে, আগামী জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দিনে আরও একশত সেতু নির্মাণকাজ উদ্বোধন করবেন।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থ সচিব ফাতিমা ইয়াসমিন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের উপস্থিতিতে পদ্মা সেতু থেকে ৩১৬ কোটি টাকা আমরা রিটার্ন দিয়েছি। যেটা বাংলাদেশে বিরল ব্যাপার। আমরা এই প্রথম রিটার্ন দিয়েছি। জুন মাসে আমরা দ্বিতীয় কিস্তির সমপরিমাণ অর্থ দেব। প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছি।
তিনি বলেন, নভেম্বর নাগাদ ঢাকা শহরে বিআরটিসির বহরে ১০০ ডাবল ডেকার এসি বাস যুক্ত হবে। এ ইলেকট্রিক বাসগুলো প্রথমে সিটি সার্ভিস হিসেবে চলবে। নভেম্বরের মধ্যেই বাসের প্রথম চালান পাব বলে আশা করছি।
তিনি জানান, বিআরটিসির ১০০টি ডাবল ডেকারের মধ্যে ৮০টি ঢাকায় ও ২০টি চট্টগ্রামে চালু করা হবে। অন্য বিভাগীয় শহরগুলোতেও সিটি সার্ভিস চালু করব। তারপর যাব জেলা পর্যায়ে।
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, নির্বাচন কিভাবে হবে, সেটি নির্বাচন কমিশনের এখতিয়ার। আমাদের দল নির্বাচনে অংশ নেবে।