Logo
Logo
×

শেষ পাতা

সিলেট সিটি মেয়র আরিফের বাসায় আগুন

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিলেট সিটি মেয়র আরিফের বাসায় আগুন

সিলেটের মেয়র আরিফুল হকের কুমারপাড়ার বাসার একটি কক্ষে মঙ্গলবার রাতে আগুন লাগে। এতে বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

বাসায় থাকা সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল হক যুগান্তরকে জানান, আরিফুল হক চৌধুরীর বড় মেয়ে সাইকা তাবাসুম চৌধুরী বিদেশে থাকায় তার কক্ষটি ফাঁকা ছিল। রাত সোয়া ৮টায় হঠাৎ বিকট শব্দ হয় কক্ষটিতে।

এ সময় বাসায় থাকা লোকজন কক্ষটি থেকে ধোঁয়া বের হতে দেখেন। পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ৮টা ২৫ মিনিটে ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর ২টি ইউনিট। তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল হোসেন জানান, তারা বাকি কক্ষগুলোও পরীক্ষা করে দেখেন, তবে আর কোথাও কোনো আগুনের অস্তিত্ব মেলেনি। অগ্নিকাণ্ডের কারণ কী তা এখনই বলা সম্ভব নয়। মেয়র দেশে ফেরার পর তার অনুমতি নিয়ে বিষয়টি তদন্ত করেই তারা বলতে পারবেন।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে আসার পর কক্ষটিতে ঢুকে দেখা যায়, কক্ষে থাকা এসি ছিন্নভিন্ন হয়ে আছে। কক্ষের ভেতর বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। বাসার লোকজন ধারণা করছেন এসির বিস্ফোরণেই এ আগুন লাগতে পারে। আরিফুল হক চৌধুরী ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে রয়েছেন। ১৫ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম