করিমগঞ্জে রাষ্ট্রপতি
মেডিকেল কলেজকে টাকা বানানোর যন্ত্র বানাবেন না
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চিকিৎসক তৈরির এবং চিকিৎসাসেবার প্রতিষ্ঠান মেডিকেল কলেজগুলোকে টাকা বানানোর যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্পখরচে ও সহজে দ্রুত চিকিৎসাসেবা পায়- তা নিশ্চিত করতে হবে।
বুধবার কিশোরগঞ্জের করিমগঞ্জের জাফরাবাদে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজে’ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে সংশ্লিষ্টদের প্রতি তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে শুধু ব্যবসা করলেই চলবে না, মানুষকে সেবাও দিতে হবে। চিকিৎসক যারা আছেন তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’ তিনি বলেন, মেডিকেল কলেজটির শিক্ষার মান ও সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
নিজের নামে প্রতিষ্ঠিত মেডিকেল কলেজের এই অনুষ্ঠানে মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নওশাদ খান প্রমুখ বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ ফেব্রুয়ারি মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেন এবং জনসভায় ভাষণ দেন। মূলত এ উপলক্ষ্যে আগের দিন সরকারি সফরে মিঠামইনের নিজ বাড়িতে আসেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ বাড়িতে অভ্যর্থনা জানান তিনি।
১ মার্চ দুপুর পর্যন্ত মিঠামইনের কামালপুরের পৈতৃক ভিটায় অবস্থান করে বিকালে কিশোরগঞ্জ শহরের খরমপট্টির বাসায় ফেরার পথে করিমগঞ্জের জাফরাবাদে শ্বশুরবাড়ি এলাকায় তার নামে প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ পরিদর্শন এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে সন্ধ্যায় সার্কিট হাউজে গিয়ে গার্ড অব অনার গ্রহণ শেষে শহরের খরমপট্টির বাসায় ফেরেন।
বৃহস্পতিবার ৩টা ১৫ মিনিটে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন রাষ্ট্রপতি। বিকাল ৪টা ১৫ মিনিটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পরিদর্শন শেষে খরমপট্টির নিজ বাসায় ফিরে যান।
আজ বিকাল ৩টা ১৫ মিনিটে কিশোরগঞ্জ শহরের সরকারি গুরুদয়াল কলেজ এলাকায় স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি। ৪টা ৩০ মিনিটে হেলিকপ্টারযোগে বঙ্গভবনের উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন তিনি।
‘দলমতের ঊর্ধ্বে উঠে পেশাগত দায়িত্ব পালন করুন’ : রাজনীতির ঊর্ধ্বে উঠে পেশাগত দায়িত্ব পালন করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন আইনজীবীদের আচরণে কষ্ট না পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আইনজীবী সমিতির ভাবমূর্তি উজ্জ্বল করতে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে। রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ এরআগে নবনির্মিত কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন। এ সময় তিনি আদালত চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।
রাষ্ট্রপতি বিচারকদের সঙ্গেও মতবিনিময় করেন। এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান খান জেলার সার্বিক বিচার কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।