নরসিংদীতে গৃহবধূকে পুড়িয়ে হত্যা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নরসিংদী শহরে শ্বশুরবাড়ির লোকজনের দেওয়া আগুনে মারাত্মক দগ্ধ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তিশা সাহার মৃত্যু হয়েছে।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৪ ফেব্রুয়ারি রাতে তিনি আগুনে দগ্ধ হন। শহরের পশ্চিমকান্দাপাড়ার সেবাসংঘ এলাকার কাজল সাহার স্ত্রী তিশা।
স্থানীয়রা জানান, দুই বছর আগে কাজলের সঙ্গে তিশার পারিবারিকভাবে বিয়ে হয়। ঘটনার দিন সন্ধ্যায় কাজলের বাড়ি থেকে নারীর আর্তচিৎকার শুনতে পান স্থানীয়রা। কিন্তু বাড়ির গেট বন্ধ থাকায় সেখানে কেউ যেতে পারেননি। ২ ঘণ্টা পর কাজলসহ বাড়ির অন্যরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। তিশার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যাওয়ায় চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে সাতদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তিনি মারা যান।
রান্না করতে গিয়ে তিশা দগ্ধ হয়েছে বলে কাজল ও তার পরিবারের লোকজন জানান। কিন্তু তিশার বাবার বাড়ির লোকজনের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তার শরীরে আগুন দিয়েছে। এর আগেও তাকে নির্যাতন করা হয়েছে। এ হত্যার বিচার দাবি করেন তারা।
নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।