Logo
Logo
×

শেষ পাতা

সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী নিয়ে আ.লীগে ধূম্রজাল

বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

Icon

আবদুর রশিদ রেনু, সিলেট ব্যুরো

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী নিয়ে আ.লীগে ধূম্রজাল

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচনের বাকি আরও কয়েক মাস। এরই মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। বিপাকে পড়েছেন স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা। দলীয় প্রধানের নির্দেশনা না পাওয়ায় তারা এ ব্যাপারে কিছু বলছেন না।

নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় আওয়ামী লীগের হাফ ডজন নেতা দীর্ঘদিন ধরে মাঠে রয়েছেন। তারা হলেন-আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক এটিএম হাসান জেবুল, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবং সাবেক মেয়র কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু।

এছাড়া আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য জোর চেষ্টা করছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তিনি। আনোয়ারুজ্জামান সম্প্রতি দেশে ফিরে সাক্ষাৎ করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। প্রধানমন্ত্রী তাকে এলাকায় কাজ করতে বলায় সিলেট ফিরে জেলা ও মহানগর আওয়ামী লীগের চার শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। শুরু করেন গণসংযোগ। আগামী নির্বাচনে মেয়র পদে ‘আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকার প্রার্থী হিসাবে দেখতে চাই’ এমন পোস্টার, বিলবোর্ড শোভা পাচ্ছে নগরীর বিভিন্ন স্থানে। সোমবার মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সাদাটিকর এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠানে করা হয়। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘স্মার্ট সিলেট সিটি গড়তে আনোয়ারুজ্জমান চৌধুরী কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা তার সঙ্গে আছি। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নৌকার কান্ডারি হয়ে এই সিটিকে স্মার্ট সিটিতে রূপান্তরে আমরা একসঙ্গে কাজ করে যাব।’

তবে এমন প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দলীয় নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় সিলেট মহানগর আওয়ামী লীগ। সিসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোয়ন নিয়ে এখনো প্রধানমন্ত্রী ও দলের কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে কোনো নির্দেশনা আসেনি বলে দাবি করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।

মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা বলেন, সোমবার সিটি করপোরেশনের কোনো একটি ওয়ার্ডে আওয়ামী লীগ ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সিলেট সিটি নির্বাচনে মেয়র মনোনয়ন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার বরাত দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা মহানগর আওয়ামী লীগের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে এ সংক্রান্ত কোনো নির্দেশনা সিলেট মহানগর আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত হিসাবে আমরা পাইনি। অতএব ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগ সিলেট মহানগরের শৃঙ্খলাসহ দলীয় ভাবমূর্তি যাতে বিনষ্ট না হয় এবং বিভ্রান্তি যাতে না ছড়ানো হয় সে জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম