
প্রিন্ট: ২৭ এপ্রিল ২০২৫, ০৮:০৭ এএম

আবদুল হাই শিকদার
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
অশ্রু এবং রক্তের নদী এনেছিল সন্দেশ,
বিজয়ের গান বিজয় দিবস দৃপ্ত বাংলাদেশ।
বিজয়ের গান মাঠে ও গঞ্জে বিজয়ের গান বক্ষে,
সে বিজয় ছিল স্বাধীনতা আর শোষণমুক্তি লক্ষ্যে।
স্বাধীনতা এসে বরণীয় হলো, স্মরণীয় যন্ত্রণা,
এতটা বছর পরেও উদরে ক্ষুধা আর বঞ্চনা।
এখনও রক্ত এখনও শক্ত দুঃশাসনের কর্ম,
সে ভূত তাড়াতে লাল ও সবুজে রাঙাও সকল মর্ম।
বিজয় আমার মুক্ত বাতাস খোলা জানালার মেঘ,
বিজয় আমার টেকনাফ থেকে তেঁতুলিয়া উল্লেখ।
বিজয় আসুক সব ঘরে ঘরে বিজয় সবার বড়,
বিজয়কে কর প্রতি ক্ষণে ক্ষণে তীব্র ও খরতর।